• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গোপনে বৃন্দাবনে কোহলি-আনুশকা

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ০৬:১৯ পিএম

গোপনে বৃন্দাবনে কোহলি-আনুশকা

ক্রীড়া ডেস্ক

ধর্মস্থান দর্শন করে নতুন বছর শুরু করলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। বুধবার বৃন্দাবন সফরে গেলেও তা টের পায়নি কেউ। অনেকটা গোপনেই তারা তাদের এই সফর সারলেন।

ধর্মীয় গুরু নিম কারোলি বাবার আশ্রমে দেখা গেছে বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে। কারোলি বাবার আশীর্বাদ নিয়েই ‘বিরুষ্কা’ নতুন বছরের সূত্রপাত করেন।

এই সফরে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। সূত্রের খবর, বিরাট ও আনুশকা আশ্রমে প্রায় এক ঘণ্টা থাকেন। সমাধিস্থলে তারা ধ্যান করেন। এ ছাড়াও তারা আনন্দময়ী আশ্রমও দর্শন করেন। বুধবার দুপুরে বৃন্দাবনে পৌঁছনোর কথা ছিল তাদের। কিন্তু সকাল সকাল ‘বিরুষ্কা’ পৌঁছে যান আশ্রমে। মথুরাতে আগে থেকেই তারকা বিলাসবহুল হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল।

প্রসঙ্গত, নতুন বছর উদ্যাপনের জন্য বিরাট-আনুশকা পাড়ি দিয়েছিলেন দুবাই। সেখান থেকে বেশ কিছু ছবি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। সেখান থেকে ফিরেই বৃন্দাবনে পাড়ি জমান।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ