• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বার্সেলোনার জন্য সতর্ক বার্তা: জাভি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ০৫:২৬ পিএম

বার্সেলোনার জন্য সতর্ক বার্তা: জাভি

ক্রীড়া ডেস্ক

প্রতিপক্ষ স্পেনের তৃতীয় সারির লিগের রেলিগেশন জোনের দল সিপি ইন্টারসিটি। তাদের বিপক্ষে জয় পেতেই ঘাম ছুটে গেল বার্সেলোনার। তিন তিন বার এগিয়েও লিড ধরে রাখতে ব্যর্থ। শেষে অতিরিক্ত সময়ে আনসু ফাতির গোলে কোনোমতে রক্ষা পায় কাতালান ক্লাবটি। এটা বার্সেলোনার জন্য আরও একটি সতর্ক বার্তা বলে জানালেন দলটির প্রধান কোচ জাভি হার্নান্দেজ।

বুধবার রাতে কোপা দেল রে‍‍`র ম্যাচে ইন্টারসিটির বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৪-৩ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। ম্যাচের শুরুতেই রোনালদ আরাহোর এগিয়ে এগিয়ে যায় দলটি। তবে ৫৯তম মিনিটে সোলদেভিয়া পুইগের গোলে সমতায় ফেরে ইন্টারসিটি। পাঁচ মিনিট পর উসমান দেম্বেলে ফের এগিয়ে দেন বার্সাকে।

তবে ৭৪তম মিনিটে ফের ইন্টারসিটিকে সমতায় ফেরান সোলদেভিয়া। তিন মিনিট পর রাফিনহা আবার এগিয়ে দেন বার্সেলোনাকে। কিন্তু এবারও স্বস্তি পায়নি দলটি। আবার ত্রাতা সেই সোলদেভিয়া। ৮৬তম মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৩ মিনিটে করা ফাতির গোলের পর আর ইন্টারসিটি ম্যাচে ফিরতে না পারলে স্বস্তির জয়ে মাঠ ছাড়ে ব্লুগ্রানারা।

এমন কঠিন জয়ের পর স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট জাভি, ‍‍`নিম্ন শ্রেণীর দলগুলোর বিপক্ষে খেলা সবসময়ই জটিল এবং এটা আরও বেশি জটিল হয় যদি আপনি কখন কী করবেন সেই সিদ্ধান্ত না নিতে পারেন। আমরা নিজেরাই আমাদের জীবনকে কঠিন করে তুলেছি। আমরা ব্যবধান দ্বিগুণ করতে পারিনি এবং অনেক বেশি সুযোগ নষ্ট করেছি।‍‍`

সবশেষ লা লিগায় ম্যাচে এস্পানিওলের বিপক্ষেও এগিয়ে গিয়ে লিড ধরে রাখতে পারেনি বার্সা। সে ম্যাচের উদাহরণ টেনে জাভি আরও বলেন, ‍‍`এস্পানিওলের বিপক্ষেও আমি ঠিক একই অনুভূতি নিয়ে মাঠ ছেড়েছিলাম। গোল করতে পারছি না। দুই গোলের ব্যবধান বানাতে পারছি না এবং যা আপনার জীবনকে জটিল করে তুলছে। সেদিন আমাদের একটি সতর্কতা ছিল, আজ আরেকটি সতর্কতা দিয়ে গেল, আমাদের অবশ্যই ভুল থেকে শিক্ষা নিতে হবে।‍‍`

আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই দল সংগ্রাম করেছে বলে মনে করেন জাভি, ‍‍`আমরা উভয় ক্ষেত্রেই ব্যর্থ হয়েছি, আমাদের গতির অভাব ছিল এবং রক্ষণও ঠিকভাবে সামলাতে পারিনি। আক্রমণে গতির অভাব আমাকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। আপনি যদি ব্যবধান দ্বিগুণ করতে না পারেন তাহলে এর কোনো মানে নেই। এবং এস্পানিওলের মতো, আজও পারিনি। আমরা ম্যাচে আধিপত্য বিস্তার করেছি, সুযোগ তৈরি করেছি, কিন্তু আমাদের আরও নিখুঁত হতে হবে এবং গোল করতে হবে।‍‍`

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ