• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আর্জেন্টিনায় হাজার হাজার লিওনেল মেসি!

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ১২:৪১ এএম

আর্জেন্টিনায় হাজার হাজার লিওনেল মেসি!

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি অন্য গ্রহের খেলোয়াড়। তার মতো খেলোয়াড় শত বছরে একবার আসে। আর্জেন্টিনার লিওনেল মেসিকে নিয়ে এমন অনেক কথাই প্রচলিত আছে। তবে এটাও ঠিক যে আর্জেন্টিনার আনাচে কানাচে এখন শত শত, হাজার হাজার লিওনেল মেসির দেখা মিলছে। না, মেসির পুতুল নয়, বরং মেসির নামে নামকরণ করা হচ্ছে সেখানকার হাজার হাজার শিশুর। খবর মাল্টাডেইলি।

সাম্প্রতিক তথ্যে জানা গেছে, আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর থেকে লিওনেল মেসির নামকরণের যেন ধুম পড়ে গেছে। কেবল ছেলে শিশুদের ক্ষেত্রেই নয়, মেয়ে শিশুদের ক্ষেত্রেও তার নামে নামকরণ করা হচ্ছে।

মেসিরা বিশ্বকাপ জিতেছে এক মাসও হয়নি। এরমধ্যে মেসির শহর রোসারিয়োতে তার নামে নবজাতকদের নামকরণ বেড়ে গেছে ৭০০ শতাংশ। আগেও মেসির নামে শিশুদের নাম রাখা হতো, কিন্তু এখন সেটা উন্মাদনার পর্যায়ে গেছে।

আর্জেন্টিনার সংবাদপত্র লা ক্যাপিটালের প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বর মাসে বিশ্বকাপ জেতার পর মাসের বাকি দিনগুলোতে রোসারিয়োতে মেসি নামে নামকরণের হার আগের মাসের তুলনায় ৭০০ শতাংশ বেশি ছিল। এক্ষেত্রে সদ্যোজাত ছেলেদের নাম রাখা হচ্ছে লিয়োনেল এবং মেয়েদের নাম রাখা হচ্ছে লিয়োনেলা। মেসির শহর রোসারিয়োর সিভিল রেজিস্ট্রি অফিসের বরাত দিয়ে লা ক্যাপিটাল এসব তথ্য জানিয়েছে।

কিন্তু মেসির নামের আগে এই লিওনেল কার নামে রাখা হয়েছিল? মেসির মা সেলিয়া তার লিওনেল নামটি রেখেছিলেন মার্কিন সঙ্গীতশিল্পী লিওনেল রিচির নামে। সেলিয়া জানান, মেসি গর্ভে থাকাবস্থায় রিচির গাওয়া একটি গান ‘সে ইউ, সে মি’ খুব বিখ্যাত হয়েছিল। সে সময়েই তিনি ছেলের নাম রেখেছিলেন লিওনেল মেসি।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ