• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সেলফি বিতর্কে হতাশ ফিফা সভাপতি ইনফান্তিনো

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ১০:২৯ পিএম

সেলফি বিতর্কে হতাশ ফিফা সভাপতি ইনফান্তিনো

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলিয়ান মহাতারকা পেলের কফিনের সঙ্গে সেলফি তুলে বিতর্কের সম্মুখীন হয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তা অবশ্য নজর এড়ায়নি ফুটবলের শীর্ষ সংস্থাটির প্রধানের। সেলফি নিয়ে বিতর্ক ও সমালোচনায় হতাশা প্রকাশ করেছেন তিনি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দিয়েছেন এর ব্যাখ্যা।

ইনস্টাগ্রামে ইনফান্তিনো লেখেন, ‘এইমাত্র ব্রাজিল থেকে ফিরলাম, সেখানে পেলেকে খুব চমৎকারভাবে শ্রদ্ধা জানানো হয়েছে। আমিও অংশ নিতে পেরেছি। শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে সেলফি ও ছবি তোলার কারণে আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে। বিষয়টি জানার পর মর্মাহত হয়েছি।’

ফিফা প্রধান লিখেছেন, ‘পেলের সতীর্থরা অনুরোধ করেছিল সবাইকে সঙ্গে নিয়ে যেন একটি সেলফি তুলি। কিন্তু কীভাবে তুলতে হবে সেটি জানত না তারা। তাই আমি তাদের একজনকে সাহায্য করেছি এবং তার জন্য সবাইকে সঙ্গে নিয়ে সেলফি তুলেছি।’

ইনফান্তিনো আরও লিখেছেন, ‘পেলের সাবেক সতীর্থদের সাহায্য করার জন্য যদি সমালোচনার শিকার হতে হয় তাহলে আমি সানন্দে তা মাথা পেতে নিচ্ছি। আর সব সময়ই তাদের সাহায্য করব, যারা ফুটবলে কিংবদন্তিতুল্য সব ইতিহাস লিখেছে। পেলের প্রতি আমার সম্মান ও ভালোবাসা বিশাল। তাই অসম্মান হয় এমন কিছু আমি কোনো অবস্থাতেই করব না।’

এআরআই

আর্কাইভ