• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সৌদি আরবকে ‘দক্ষিণ আফ্রিকা’ বলে আখ্যা রোনালদো!

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ১০:০৮ পিএম

সৌদি আরবকে ‘দক্ষিণ আফ্রিকা’ বলে আখ্যা রোনালদো!

ক্রীড়া ডেস্ক

সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকালই ক্লাবটিতে তার আনুষ্ঠানিক পরিচয়-পর্ব সম্পন্ন হয়। সেই অনুষ্ঠানে ভুল করে বসেছেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা। সেখানে রোনালদো বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় এসে আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি।’

এদিন সংবাদ সম্মেলনে রোনালদোর বলেছেন- ‘অনেকেই অনেক কথা বলে, কিন্তু তারা ফুটবল নিয়ে কিছু জানে না। গত ১০-১৫ বছরে ফুটবল পাল্টে গেছে। এখন সব দলই প্রস্তুত থাকে। বিশ্বকাপের কথাই ধরুন, যে দলটি চ্যাম্পিয়ন হয়েছে তারা কিন্তু সৌদি আরবের কাছে হেরেছে। উদাহরণ হিসেবে দক্ষিণ কোরিয়া, আফ্রিকার দলগুলো, কোস্টারিকার কথাও বলা যায়। এখন ম্যাচ জেতা সহজ না। কারণ সব দলই প্রস্তুতি নিয়ে আসে। এখন ফুটবল পাল্টে গেছে। তাই আমি মনে করি, দক্ষিণ আফ্রিকায় এসে আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। সত্যি বলতে, লোকে কী বলল তা নিয়ে আমি মোটেও ভাবি না।’

সৌদি আরব পশ্চিম এশিয়ার দেশ। সেখানে দেশটিকে দক্ষিণ আফ্রিকা বলা অবশ্য রোনালদোর অনিচ্ছাকৃত ভুল। সংবাদ সম্মেলনে সেই মুহূর্তের ভিডিও ক্লিপ দেখলে বোঝাই যায়। তবে মহাদেশ নিয়ে এমন ভুল প্রত্যাশা করবে না কেউ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেইল অনলাইন’ সেই বক্তব্যের অংশটি শেয়ার করে বলেছেন, ‘ভুল মহাদেশ, ক্রিস্টিয়ানো!’। এরপর তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে রসিকতার পাশাপাশি সমালোচনার শিকার হচ্ছেন এই কিংবদন্তি।

এআরআই

আর্কাইভ