• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশে পেলের নামে স্টেডিয়াম নির্মাণ নিয়ে যা বলল ক্রীড়া মন্ত্রণালয়

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ০৮:০৫ পিএম

বাংলাদেশে পেলের নামে স্টেডিয়াম নির্মাণ নিয়ে যা বলল ক্রীড়া মন্ত্রণালয়

ক্রীড়া ডেস্ক

গত ২৯ ডিসেম্বর ক্যান্সারের কাছে হার মেনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তাঁর শরীর থেকে আত্মা চলে গেলেও রেখে গেছেন অনেক কীর্তি। সব অর্জন মনে করিয়ে দিয়ে ফুটবল সম্রাটকে শ্রদ্ধাভরে স্মরণ করছে পুরো বিশ্ব। নিজের প্রিয় আঙ্গিনা সান্তোসে মঙ্গলবার শেষ বিদায় দেওয়া হয় পেলেকে। প্রজন্মের পর প্রজন্ম আসবে, তবে ফুটবলের মহাতারকা হিসেবেই থাকবেন পেলে।

এদিকে তিনটি বিশ্বকাপজয়ী তারকা সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম যাতে জানে, সেজন্য প্রতিটি দেশে পেলের নামে স্টেডিয়াম করার আহ্বান জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সোমবার সাও পাওলোতে পেলের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়া ইনফান্তিনো সারা বিশ্বকে দিলেন এক আবেগী বার্তা, ‘আমরা বিশ্বের সব ফুটবল ফেডারেশনকে প্রতিটি ম্যাচের আগে ১ মিনিট নীরবতা পালন করতে বলেছি। এবং ২১১টি দেশকে বলেছি, তাদের একটি স্টেডিয়াম যেন পেলের নামে করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জানতে হবে এবং মনে রাখতে হবে পেলে কে ছিলেন।’

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের এ আহ্বান পৌঁছে গেছে বাংলাদেশেও। কিংবদন্তি ফুটবলারের নামে স্টেডিয়ামের নামকরণের বিষয়টি বিবেচনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ব্রাজিলে পেলের নামে স্টেডিয়াম আছে। দেশটির ম্যাকিও শহরে ‘এস্তাদিও রেই পেলে’ নামে স্টেডিয়ামে হয় ফুটবল ম্যাচ। রিও ডি জেনিরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামও পেলের নামে রাখার আলোচনা চলছে।

এদিকে বিশ্বকাপে না খেললেও ফিফা অধিভুক্ত দেশগুলোর একটি বাংলাদেশ। আর এ দেশে পেলে ও ম্যারাডোনার গল্পগুলো ভালো করেই জানা ফুটবলপ্রেমীদের। তাই কিংবদন্তি পেলের নামে স্টেডিয়াম নাম রাখার প্রসঙ্গ উঠতেই আলোচনা শুরু হয়ে গেছে ক্রীড়াঙ্গনে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে বিষয়টি তুলে ধরা হলে তিনি মন্ত্রণালয়ের কোর্টে বল ঠেলে দেন। গতকাল তিনি জানান, ‘ফিফা প্রেসিডেন্টের আহ্বান আমরা শুনেছি। এটা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করব। কারণ স্টেডিয়ামগুলো তো সরকারের।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও পেলের নামে স্টেডিয়ামের নামকরণের বিষয়টি বিবেচনায় নিয়েছেন, ‘আমরা মাত্র ফিফা থেকে শুনলাম পেলের নামে স্টেডিয়াম নামকরণ বিষয় নিয়ে। আমরা এখনও অফিসিয়ালি প্রস্তাব পাইনি। সবে মাত্র ফিফা আহ্বান জানিয়েছে। বাফুফে থেকে অফিসিয়ালি প্রস্তাব এলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিব। সেটা কোন জায়গায় করা যায়, তা খতিয়ে দেখব। যে কোনো স্টেডিয়ামের নামকরণে প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন। বিষয়টি নিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।’

আর্কাইভ