• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘কোহলি-রোহিত বিশ্বকাপ জেতাতে পারবে না’

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ০৬:৩২ পিএম

‘কোহলি-রোহিত বিশ্বকাপ জেতাতে পারবে না’

ক্রীড়া ডেস্ক

ভারতীয় দলের হয়ে ক্রিকেটে রাজত্ব করছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ব্যাট হাতে ক্রিকেট বিশ্বে গত এক দশক দাপট দেখিয়ে যাচ্ছেন এ দুই তারকা। তবে দেশটির সাবেক তারকা কপিল দেব মনে করেন শুধু তাদের ওপর ভর করে কখনো বিশ্বকাপ জিততে পারবে না ভারত। সেই ২০০৭ সালে টি-টোয়েন্টি ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি নিজেদের ঘরে তুলেছিল ভারত। এরপর দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও রোহিত শর্মা-বিরাট কোহলিদের আর বিশ্বকাপ ট্রফি ঘরে তোলার সৌভাগ্য হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল বলেন, ‘যদি বিশ্বকাপ জিততে চান তাহলে কোচ, নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ব্যক্তিগত স্বার্থকে পেছনে ফেলে দল নিয়ে ভাবতে হবে। আপনি যদি বিরাট, রোহিত বা ২-৩ জন খেলোয়াড়ের ওপর ভরসা করেন যে তারা বিশ্বকাপ জিতিয়ে দেবে; এমনটা কিন্তু কখনও হবে না।’

বর্তমান সময়ের অন্যতম পরাশক্তি ভারত বিশ্বকাপের প্রতিটি আসরেই হট ফেভারিট হিসেবে অংশগ্রহণ করে। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরে আসতে হয় তাদের। সবশেষ ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল রোহিত শর্মার দল। তবে ঘরের মাটিতে ফের ওয়ানডে বিশ্বকাপ জেতার সুবর্ণ সুযোগ দেখছেন ভারতের সাবেক তারকা অলরাউন্ডার কপিল দেব। এজন্য পুরো দলের ওপর বিশ্বাস রাখার আহ্বান ৬৩ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের।

কপিল দেব বলেন, বিশ্বকাপ জেতার জন্য আমাদের কি এমন দল আছে? অবশ্যই আছে। আমাদের কি এমন ম্যাচ উইনিং খেলোয়াড় আছে? অবশ্যই আছে। আমাদের এমন খেলোয়াড় আছে যারা, বিশ্বকাপ জেতাতে পারে। শুধু তাদের ওপর বিশ্বাস রাখতে হবে।’ সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে তেমন আলো ছড়াতে পারছেন না রোহিত ও কোহলি। গত দু’বছর ধরে ওয়ানডেতে সেঞ্চুরি নেই রোহিতের। অন্যদিকে ৩ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ সিরিজে সেঞ্চুরির দেখা পেয়েছেন কোহলি। তাই শুধু তাদের ওপর নির্ভর না করে বাকিদেরও দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেন, ‘সবসময়ই দুই-একজন খেলোয়াড় থাকে, যারা আপনার দলের স্তম্ভ হয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের অন্তত ৫-৬ জন খেলোয়াড় তৈরি করতে হবে। সেই জন্য আমি বলছি, শুধু বিরাট এবং রোহিতের ওপর নির্ভর করা ঠিক নয়। এমন খেলোয়াড়দের দরকার, যারা তাদের প্রতিটি দায়িত্ব পালন করে। তরুণদের এগিয়ে আসতে হবে এবং বলতে হবে, এখন আমাদের সময়।’

বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি বলেন, ‘বড় ইতিবাচক দিক হলো এবারের বিশ্বকাপ ভারতে হবে। এখানকার কন্ডিশন আমাদের চেয়ে কেউই ভালো বোঝে না। গত ৮-১০ বছর ধরে রোহিত ও কোহলি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার। অনেকেই প্রশ্ন করতে শুরু করেছে এটা তাদের শেষ বিশ্বকাপ হবে কি না। আমি বিশ্বাস করি তারা খেলতে পারবে তবে সেজন্য কঠিন পরিশ্রম করা প্রয়োজন। ফিটনেস এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ’

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ