• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মেসিদের পার্টিতে আনন্দের ঝলক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ০১:৪৯ এএম

মেসিদের পার্টিতে আনন্দের ঝলক

ক্রীড়া ডেস্ক

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতারে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে বিশ্বকাপ জেতানোর নায়ক লিওনেল মেসি। ৩৫ বছর বয়সে এসে ও পায়ের জাদুতে জিতলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার। ক্যারিয়ারের একমাত্র বিশ্বকাপ জিতে পূর্ণ করলেন প্রাপ্তির খাতা। এমন অর্জনের পর উদযাপনে মেটে ওঠাই তো স্বাভাবিক আর্জেন্টাইন তারকার।

মেসির ক্ষেত্রে ঘটেছে সেটাই। বিশ্বকাপ জিতে বাড়ি ফেরার পর থেকেই একের পর এক পার্টিতে ব্যস্ত পিএসজি তারকা। বৃহস্পতিবার রোজারিওতে এমন এক পার্টিতে মজেছিলেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড। এবারের পার্টিটা হয়েছে একটু অন্যরকম। রোজারিওর একটি হোটেলে অনুষ্ঠিত সে পার্টিতে উপস্থিত ছিলেন মেসির দুই সতীর্থ ডি মারিয়া, লিয়েন্দ্রো পারদেস ও তাদের পরিবার।

পার্টিতে উপস্থিত ছিলেন মেসির মা সেলিয়া মারিয়া কুক্কিতিনি, স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও বাবা জর্জও। কড়া নিরাপত্তার ঘেরাটোপেই জমে ওঠে মেসিদের পার্টি। ঝাঁ চকচকে পার্টিতে উপস্থিত ছিলেন আরও অনেক অতিথি। চ্যাম্পিয়ন্স লেখা বিশাল এক কেক কাটা হয়েছে ঝকমকে সেই পার্টিতে। আর্জেন্টাইন তারকাদের চোখেমুখে যেন স্বস্তির হাসি ঠিকরে পড়ছিল এসময়।

রঙ বেরঙের পানীয় এবং লস পালমেরাস ও লা কোঙ্গা ব্যান্ডের সঙ্গীত অনুষ্ঠানে জমে উঠেছিল মেসিদের গ্র্যান্ড পার্টি। মেসির স্ত্রী আন্তোনেলা ইনস্টাগ্রামে দেখা গেছে পার্টির বিভিন্ন ঝলক। পার্টির অন্যতম আকর্ষণ ছিল মেসির সঙ্গে তার স্ত্রীর রসায়ন। বাল্যকালের প্রেম যেন একটুও কমেনি তাদের মধ্যে।

পার্টির বিভিন্ন ছবিতে মেসিকে আন্তোনেলা রোকুজ্জোকে জড়িয়ে থাকতে দেখা যায়। ছোটবেলা থেকে একসাথে থেকে মেসিকে অনুপ্রেরণা জুগিয়েছেন আন্তোনেলা। আজ মেসি বিশ্বচ্যাম্পিয়ন। এখনও পাশে আছেন সেই সঙ্গীই। এর চেয়ে ভালো দৃশ্য আর কী হতে পারে!

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ