• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আল-নাসেরে যোগ দিলেও চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন রোনালদো!

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ১১:৪৭ পিএম

আল-নাসেরে যোগ দিলেও চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন রোনালদো!

ক্রিশ্চিয়ানো রোনালদোর

আবু রায়হান ইফাত, ঢাকা

চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্যই চলতি মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্কের টানপোড়ন শুরু হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। মৌসুমের মাঝ পথেই ক্লাবের সমালোচনা করে বিদায় জানাতে হয়েছে ইউরোপিয়ান ফুটবলকে। পাড়ি জমিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-নাসেরে। তবে মধ্যপ্রাচ্যের ক্লাবে যোগ দিলেও চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নটা এখনো টিকে আছে পর্তুগিজ তারকার। আল নাসেরের সঙ্গে চুক্তির একটা শর্ত বাঁচিয়ে রেখেছে তার সেই স্বপ্ন।

ইউরোপে ‍‍`সবকিছু জিতে‍‍` এখন এশিয়ায় তাকিয়ে রোনালদো

প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেড ও সৌদি প্রো লিগের ক্লাব আল নাসের সৌদি মালিকানাধীন। নিউক্যাসল ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগের জন্য এবছর কোয়ালিফাই করলে ধারে তাদের হয়ে মাঠ মাতাবেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। আল নাসেরের সঙ্গে চুক্তির একটি ধারাতে এমনটাই বলা হয়েছে।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তিনে অবস্থান করছে নিউক্যাসল। মৌসুম শেষে শীর্ষ চারে থাকতে পারলেই ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হবে। আর যদি তাই হয় তাহলে আগামী বছর হয়তো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন রোনালদো।

 

সাজেদ/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ