• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করলেন আলভেস

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০৭:৩২ পিএম

যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করলেন আলভেস

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনা ছেড়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসের ইউএনএএমে যোগ দেওয়ার ছয় মাস পেরিয়ে গেছে।

মেক্সিকোর ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করার কথা রয়েছে। কিন্তু এর আগেই যৌন হয়রানির মতো ভয়ানক এক অভিযোগ উঠেছে ব্রাজিলিয়ান এ তারকার বিরুদ্ধে।

তবে যৌন হয়রানির এ অভিযোগ অস্বীকার করেছেন আলভেস। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে পিউমা ডাকনামের ক্লাবটির সঙ্গে শিগগিরই নতুন চুক্তি করবেন।

সম্প্রতি স্পেনের গণমাধ্যমে প্রচারিত হয়, কাতালোনিয়ায় থাকাকালে একটি নৈশক্লাবে আলভেস এক নারীর শরীরের স্পর্শকাতর অংশে হাত দিয়েছিলেন।

এ মুহূর্তে মেক্সিকান সংবাদমাধ্যমের সবচেয়ে আলোচিত ও সমালোচিত বিষয় এটি। গুঞ্জন উঠেছে, ইউএনএএম আর আলভেসের সঙ্গে নতুন চুক্তি করবে না।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা শুনেছেন আলভেস। তাকে নিয়ে মেক্সিকোর সংবাদমাধ্যমে হওয়া সমালোচনাও দেখেছেন। তবে শুরুতে চুপ থাকলেও এবার মুখ খুলেছেন ব্রাজিলিয়ান তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে পুরো ব্যাপারটা সহজ করে জানিয়ে দিয়েছেন আলভেস।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ