প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০৬:১১ পিএম
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো গত দেড় দশক ধরে শাসন করছেন বিশ্ব ফুটবল। কাতার বিশ্বকাপ জিতে মেসি সেরার তর্ক থামিয়ে দিলেও দুইজনের আবেদন এতটুকু কমেনি। বিশেষত, বিষয়টা যখন ফেমের, তখন তাদের ধারেকাছেও কেউ নেই। তাদেরকে মাঠে দেখতে ভক্তরা উন্মুখ হয়ে থাকেন, একসঙ্গে পেলে তো পোয়া বারো।
রোনালদো রিয়াল মাদ্রিদে, মেসি বার্সেলোনায় থাকাকালীন নিয়মিতই দেখা হতো দুজনের। ভক্তরা পেতো প্রিয় তারকাদের একে অপরের বিরুদ্ধে খেলতে দেখার সুযোগ। সিআরসেভেন জুভেন্টাসে পাড়ি জমালে সেই সুযোগ ক্ষীণ হয়ে আসে। তবুও দেখা হয় চ্যাম্পিয়ন্স লিগে। পরবর্তীতে মেসি পিএসজিতে, রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ার পর তারা মুখোমুখি হননি।
এবার আবারও তৈরি হয়েছে সম্ভাবনা। জানুয়ারিতে সৌদি আরবে প্রীতি ম্যাচ খেলতে যেতে পারে মেসির ক্লাব পিএসজি। সৌদি ক্লাব আল হিলাল ও আল নাসেরের খেলোয়াড়দের সমন্বয়ে তৈরি যৌথ একাদশের বিপক্ষে জানুয়ারির ১৯ তারিখ খেলবে প্যারিসিয়ানরা। সম্প্রতি রোনালদো যোগ দিয়েছেন আল নাসেরে। তাতেই আরও একবার তারা মুখোমুখি হবে পরস্পরের।
সাংবাদিক আশরাফ বিন আয়াদ নিশ্চিত করেছেন বিষয়টি। দুই দলের পক্ষে খেলতে আহবান জানানো হবে মেসি-রোনালদোকে। ম্যাচটি হওয়ার কথা ছিল ২০২২ এর শুরুর দিকে। কিন্তু করোনা মহামারির নতুন ওয়েভের ফলে তখন তা হয়ে ওঠেনি। যা আখেরে লাভই হলো ফুটবলপ্রেমীদের। সম্ভবত শেষবার দুই মহাতারকাকে একই ম্যাচে অংশ নিতে দেখা যাবে