• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে ব্রাজিল যাননি নেইমার

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০৫:৩১ পিএম

পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে ব্রাজিল যাননি নেইমার

ক্রীড়া ডেস্ক

কিংবদন্তি ফুটবল সম্রাট পেলেকে বিদায় দিতে প্রস্তুত গোটা ব্রাজিল। এই কিংবদন্তিকে বিদায় দিতে ব্রাজিল পৌঁছেছেন দেশটির বর্তমান ও সাবেক তারকা ফুটবলাররা। পূর্বসূরিকে বিদায় দিতে ব্রাজিলে যাওয়ার কথা ছিল ব্রাজিলিয়ান তারকা নেইমারের। কিন্তু, পেলেকে শ্রদ্ধা জানাতে ব্রাজিল যাচ্ছেন না নেইমার। ফ্রান্সের পত্রিকা লেকিপ জানিয়েছিল, নেইমার পিএসজি থেকে ছুটি নিয়ে সাও পাওলো গেছেন পেলের শেষকৃত্যে যোগ দিতে। কিন্তু ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, তিনবার বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানাতে ব্রাজিলে যাবেন না পিএসজি তারকা।

নেইমারের পক্ষ থেকে তাঁর বাবা উপস্থিত আছেন পেলের শেষকৃত্যে। ব্রাজিলের ক্লাব সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় পেলের কফিনবন্দী নিথর দেহ রেখে ২৪ ঘণ্টাব্যাপী শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’কে পিএসজি তারকার বাবা নেইমার সিনিয়র বলেছেন, ‘নেইমার আসবে না। তবে তার মন খুব খারাপ। সে আমাকে এখানে তার পক্ষ থেকে উপস্থিত থাকতে বলেছে। কাউকে হারানো কত কষ্টের সেটা আমরা বুঝি। আমরা শুধু একজন খেলোয়াড়কেই হারাইনি, একজন মানুষকেও হারিয়েছি।’

এদিকে ফ্রান্সের পত্রিকা লেকিপ জানিয়েছিল, নেইমার পিএসজি থেকে ছুটি নিয়ে সাও পাওলো গেছেন পেলের শেষকৃত্যে যোগ দিতে। কিন্তু ‘গ্লোবো’ জানিয়েছে, এই কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানাতে ব্রাজিলে যাবেন না পিএসজি তারকা।

উল্লেখ্য, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত গোলটি করে ব্রাজিলের জার্সি গায়ে গোল করার রেকর্ডে পেলেক ছুঁয়ে ফেলেন নেইমার। ব্রাজিলের জার্সিতে ৭৭ গোল করে দুজনই সর্বোচ্চ গোলদাতা। ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর অসুস্থ শরীরে নেইমারকে ঘুরে দাঁড়ানোর বার্তা পাঠিয়েছিলেন কিংবদন্তি। নেইমারের হাতে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপটি দেখতে চেয়েছিলেন পেলে। যদিও তার মৃত্যুতে সেটি আর সম্ভব হলো না।

আর্কাইভ