• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিশ্বের সব দেশেই পেলে নামে স্টেডিয়াম চান ফিফা সভাপতি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০৫:০৮ পিএম

বিশ্বের সব দেশেই পেলে নামে স্টেডিয়াম চান ফিফা সভাপতি

ক্রীড়া ডেস্ক

এবার পেলের শেষকৃত্য অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, প্রতিটি দেশে পেলের নামে স্টেডিয়াম দেখতে চান তিনি। ভিলা বেলমিরোর এস্তাদিও উরবানো কালদেরিয়ায় শেষকৃত্য অনুষ্ঠানে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে হাজির হন অনেকে।

এদিকে বিভিন্ন গণমাধ্যমে আসা ছবিতে দেখা যায়, সকাল থেকে ভক্তরা অধীর অপেক্ষা নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন প্রিয় পেলেকে শ্রদ্ধা জানাতে।

শেষকৃত্যের অনুষ্ঠানে এসে ইনফান্তিনো সারা বিশ্বকে দেন এক আবেগঘন বার্তাই। বিশ্বের প্রতিটি দেশের কাছে তিনি অনুরোধ করলেন ফুটবলকে মুঠোভরে দেওয়া পেলের নামে স্টেডিয়ামের নামকরণের।

এ সময় ফিফার সভাপতি বলেন, ‘আমরা… বিশ্বের সব দেশের কাছে চাইছি, তাদের একটি স্টেডিয়ামের নামকরণ যেন পেলের নামে হয়।’

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ