• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নতুন বছরের প্রথম দিনেই হার, আচমকাই ছুটিতে চলে গেলেন এমবাপে

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০২:৪৭ এএম

নতুন বছরের প্রথম দিনেই হার, আচমকাই ছুটিতে চলে গেলেন এমবাপে

ক্রীড়া ডেস্ক

এখনও প্যারিসে ফেরেননি লিয়োনেল মেসি। আগের ম্যাচে লাল কার্ড দেখায় ছিলেন না নেমারও। একার হাতে প্যারিস সঁ জরমঁকে জেতাতে পারলেন না কিলিয়ান এমবাপে। লেন্সের কাছে তাঁর দল হারল ১-৩ গোলে। টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার নজির ভেঙে গেল রবিবার রাতে। দল হারতেই ছুটিতে চলে গেলেন এমবাপে। সঙ্গী হলেন মরক্কোর খেলোয়াড় আশরফ হাকিমি।

দলের তরফে কিছু বলা না হলেও ফরাসি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অন্তত ১০ দিন ছুটি পেতে চলেছেন এমবাপে এবং হাকিমি। আগামী শুক্রবার ফরাসি কাপে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে পিএসজি। তার পর ১১ জানুয়ারি ফরাসি লিগে মুখোমুখি হবে অ্যাঙ্গার্সের। এই দু’টি ম্যাচে খেলা হবে না এমবাপের। তার পরে ১৫ জানুয়ারি রেনেঁর বিরুদ্ধে খেলা। সেই ম্যাচে ফিরতে পারেন এমবাপে। আরও বড় ব্যাপার, বিশ্বকাপ জেতার পর মেসিকেও সেই ম্যাচে খেলতে দেখা যেতে পারে।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ