প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ১০:৩৬ পিএম
বিশ্বকাপের পর ক্লাব ফুটবল ফিরলেও এখনও পিএসজি শিবিরে যোগ দেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার লিওনেল মেসি। অন্যদিকে, শেষ ম্যাচে লাল কার্ড দেখায় নেইমারকেও রাখতে হয় একাদশের বাইরে। মেসি-নেইমারকে ছাড়ায় লেঁসের বিপক্ষে মাঠে নামে পিএসজি, যেখানে পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
ঘরের মাঠে মেসি-নেইমারবিহীন পিএসজিকে ৩-১ ব্যবধানে হারায় লেঁসে। মেসি-নেইমার না থাকাতেই পিএসজি হেরেছে এমনটা মানতে নারাজ দলটির অধিনায়ক মার্কিনিয়োস। তিনি জানান, এই দুই তারকা ফুটবলারকে ছাড়াও অনেক ম্যাচ জিতেছে পিএসজি।
মার্কিনিয়োস বলেন, ‘তারা (মেসি-নেইমার) দারুণ খেলোয়াড়, মাঠে পার্থক্য গড়ে দেয়। কিন্তু আমরা এরই মধ্যে তাদেরকে ছাড়া অনেক ম্যাচ জিতেছি।’
বল দখলে পিএসজির পিছিয়ে থাকাই হারের অন্যতম কারণ বলে মনে করেন মার্কিনিয়োস। তিনি বলেন, ‘আমাদের দলের জন্য সেরা সমন্বয় খুঁজে বের করতে হবে। আমি মনে করি, লেঁস তুলনামূলক বেশি দক্ষতার পরিচয় দিয়েছে। বল দখলের লড়াইয়ে তারা বেশ এগিয়ে ছিল আর এটাই পার্থক্য গড়ে দিয়েছে।’