• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পিএসজির হারের পর ছুটি সংক্ষিপ্ত করে মেসি কি দ্রুত ফিরবেন

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ০৭:২৪ পিএম

পিএসজির হারের পর ছুটি সংক্ষিপ্ত করে মেসি কি দ্রুত ফিরবেন

ক্রীড়া ডেস্ক

গত বছরের ২০ মার্চ মোনাকোর মাঠে খেলতে নেমেছিল পিএসজি। সেই ম্যাচে লিওনেল মেসি ছিলেন না। পিএসজি ম্যাচ হারে ৩-০ ব্যবধানে। প্রায় সাড়ে নয় মাস পর এবার লাঁসের কাছে ৩-১ ব্যবধানে হারল ফরাসি চ্যাম্পিয়নরা। এবারও দলে নেই মেসি। মোনাকো ও লাঁসের কাছে হারের মাঝে টানা ২৫ ম্যাচ অপরাজিত ছিল পিএসজি।

রোববার লাঁসের বিপক্ষেও ম্যাচটি পিএসজি খেলেছে মেসিকে ছাড়া। কাতারে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনায় গেছেন মেসি। শিরোপা উৎসবের পর বড়দিনের ছুটিও কাটিয়েছেন জন্মশহর রোজারিওতে। এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে পিএসজি।

স্ত্রাসবুর্গের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে জিতলেও লাঁসের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি। সবচেয়ে বড় কথা, এ হারের কারণে শিরোপাদৌড়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঁসের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমে গেছে পিএসজির। ১৭ ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির পয়েন্ট ৪৪, মাত্র ৪ পয়েন্ট পেছনে লাঁস।

কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাওয়া এই সময়ে মেসিকে দরকার পিএসজির। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস তো আছেই, চলতি মৌসুমে ১৯ ম্যাচে ১২ গোল করে ছন্দে আছেন ক্লাবের জার্সিতেও। এরই মধ্যে মেসির আর্জেন্টাইন সতীর্থদের বেশির ভাগই বিশ্বকাপ শিরোপা জয় উদ্‌যাপন শেষে ক্লাবে ফিরে গেছেন। মাঠেও নেমে পড়েছেন তাঁরা। কিন্তু মেসির ছুটি শেষ হচ্ছে কবে?

স্ত্রাসবুর্গ ম্যাচের দিন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের জানিয়েছিলেন, ১ জানুয়ারি পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে মেসিকে। ২ বা ৩ জানুয়ারিতে দলে যোগ দেওয়ার কথা তাঁর। তবে আজ ফরাসি সংবাদমাধ্যম লেকিপের খবরে বলা হয়েছে, মেসি প্যারিসে ফিরবেন মঙ্গলবার (৪ জানুয়ারি)। শুধু ফিরলেই তো আর খেলতে পারবেন না, দুই সপ্তাহ খেলার বাইরে থাকায় শরীরকে সঠিক জায়গায় ফিরিয়ে আনতে পর্যাপ্ত অনুশীলনও দরকার।

সে ক্ষেত্রে কবে মাঠে ফিরতে পারবেন মেসি? পিএসজির পরবর্তী ম্যাচ শুক্রবার। ফ্রেঞ্চ কাপের ম্যাচটিতে প্রতিপক্ষ শাতোরু। আর লিগ আঁ-তে পরের ম্যাচ অঁজার বিপক্ষে, ১১ জানুয়ারি। এমনিতে স্বাভাবিক অবস্থাতেও কাপের অগুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় তারকা খেলোয়াড়দের সাধারণত বিশ্রাম দেয় বড় দলগুলো। এ ম্যাচের জন্য মেসির ছুটি সংক্ষিপ্ত করে তাঁকে দ্রুত নিয়ে আসার পরিকল্পনা না-ই করার কথা পিএসজির।

তাই স্বাভাবিকভাবেই দুই সপ্তাহের ছুটি কাটিয়ে পিএসজিতে হয়তো ফিরবেন মেসি। সবকিছু ঠিক থাকলে অঁজার বিপক্ষে ১১ জানুয়ারি মাঠে নামবেন তিনি। 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ