• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফের প্রেমে পড়ছেন নেইমার!

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ০৬:০২ পিএম

ফের প্রেমে পড়ছেন নেইমার!

ক্রীড়া ডেস্ক

আবারও প্রেমে পড়তে পারেন ব্রাজিলের তারকা নেইমার। জি শো এবং গ্লোবোর বরাত দিয়ে মার্কা জানিয়েছে, নেইমারের হবু ওই প্রেমিকার নাম জেসিকা তুরিনি। ৩০ বছর বয়সী জেসিকা একজন প্রভাবশালী মডেল।  

২০১৪ সালে তিনি সুন্দরী প্রতিযোগিতা মিস এসপিরিটো সান্টোতে ভিটোরিয়া শহরের প্রতিনিধিত্বকারী হিসাবে অংশ নিয়েছিলেন।

কাতারে বিশ্বকাপ চলাকালীন নেইমারের গোলের পর  জেসিকা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার প্রতিক্রিয়া শেয়ার করে সবার মনোযোগ আকর্ষণ করেছিলেন।

স্টেডিয়াম ৯৭৪-এ নেইমার পেনাল্টি কিক নিয়েছিলেন। জেসিকা ওই পেনাল্টি কিকের ভিডিও ধারণ করে পোস্ট করেন। তিনি নেইমারের স্বাক্ষরিত জার্সিকে চুম্বন করার ছবিও প্রকাশ করেন।

নেইমারের সাথে নববর্ষের আগের দিন কাটাতে কিছু বড় সেলিব্রেটিকে ইতিমধ্যে প্যারিসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে মডেল জেসিকা তুরিনিও রয়েছেন।

জেসিকা বুধবার (২৭ ডিসেম্বর)  প্যারিসে পৌঁছে সেখান থেকে খুব আবেগেঘন পোস্ট করেছিলেন।

জেসিকা থাকেন সাও পাওলোতে। মডেলিং ছাড়াও তিনি পারিবারিক অটোমেশন কোম্পানির কমিউনিকেশন ম্যানেজার হিসাবে কাজ করেন।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ