• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ত্রিমুকুট ক্লাবে মেসি, স্বাগত জানালেন কাকা

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ০২:১১ এএম

ত্রিমুকুট ক্লাবে মেসি, স্বাগত জানালেন কাকা

ক্রীড়া ডেস্ক

এতো দিন লিওনেল মেসির ক্যারিয়ারের অপূর্ণতা বলতে একটা বিশ্বকাপই বাকি ছিল। কাতার বিশ্বকাপে সেই অধরা শিরোপা জয় করে ক্যারিয়ারের পূর্ণতা দিয়েছেন এলএম টেন। ক্লাব বা জাতীয় দলের হয়ে সম্ভাব্য সবকিছুই জয় করা শেষ আর্জেন্টিনার অধিনায়ক। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ, ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ আর ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি ব্যালন ডি’অর সবই ছোঁয়া হয়ে গেছে তার।

তবে এই ক্লাবে মেসি একা নন, বরং তিনি এই ত্রিমুকুটজয়ী ক্লাবের নবীনতম সদস্য। তাকে বরণ করে নিয়েছেন সেই ক্লাবের সদস্য কাকা। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ, ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি ব্যালন ডি’অর – খুব বেশি খেলোয়াড়ের সৌভাগ্য হয়নি এই ত্রিমুকুট পরার। সদ্যই বিশ্বকাপ জিতে লিওনেল মেসিও জায়গা করে নিয়েছেন ত্রিমুকুটজয়ী ক্লাবে।

গত বছরের ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান মেসি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি। সেই সঙ্গে পূর্ণতা পেয়ে যায় মেসির ক্যারিয়ার। লিওনেল মেসি ইতিহাসের নবম খেলোয়াড় যিনি একই সঙ্গে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন ডি’অর জয় করেছেন।

আগে থেকে অপেক্ষায় থাকা আট খেলোয়াড়ের একজন এবার মেসিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে ত্রিমুকুটধারীদের ক্লাবে। মেসির আগে সবশেষ এই কৃতিত্ব দেখানো ব্রাজিলিয়ান কিংবদন্তী কাকা স্বাগত জানিয়েছে মেসিকে। মেসিকে স্বাগত জানিয়ে একসঙ্গে বিশ্বকাপ-চ্যাম্পিয়ন্স লিগ-ব্যালন ডি’অরজয়ীদের তালিকার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এসি মিলান ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা লিখেছেন, ‘ক্লাবে স্বাগত মেসি।’

এখন পর্যন্ত চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মেসি। ব্যালন ডি’অর তো তার চেয়ে বেশি জিততে পারেননি কেউই। এখন পর্যন্ত সাতবার জিতে অষ্টম ব্যালন ডি’অর জয়ের অপেক্ষায় আছেন আর্জেন্টিনা অধিনায়ক। শুধু বাকি ছিল বিশ্বকাপটাই। কাতারে মিটিয়েছেন সে আক্ষেপ। এই তালিকায় সর্বোচ্চ তিনজন আছেন ব্রাজিলের। কাকা ছাড়াও তালিকার বাকি দুই ব্রাজিলিয়ান হলেন রিভালদো ও রোনালদিনহো। আছেন জার্মানির ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার ও জার্ড মুলার। চার্লটন, জিদান, রসিদের মতো মেসিও তার দেশের একমাত্র প্রতিনিধি এই তালিকায়।

ত্রিমুকুটজয়ী খেলোয়াড়দের তালিকা:

ববি চার্লটন
জার্ড মুলার
ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার
পাওলো রসি

জিনেদিন জিদান
রিভালদো
রোনালদিনহো
কাকা
মেসি।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ