• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রোনালদোকে ৭ নম্বর জার্সি না দেওয়ায় চুক্তি হারালেন উজবেক ফুটবলার!

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩, ১১:২৪ পিএম

রোনালদোকে ৭ নম্বর জার্সি না দেওয়ায় চুক্তি হারালেন উজবেক ফুটবলার!

ক্রীড়া ডেস্ক

সৌদি ক্লাব আল নাসরে ৭ নম্বর জার্সি পরে খেলতেন উজবেকিস্তানের ফুটবলার জালোলিদ্দিন মাশারিপোভ। তবে রোনালদোর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করার দুই সপ্তাহ আগেই ৭ নম্বর জার্সিটা সংরক্ষণ করে রাখে আল নাসর কর্তৃপক্ষ। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় জালোলিদ্দিন ৭৭ নম্বর জার্সি পরে খেলছেন। যা বিতর্কের জন্ম দেয়। 

১৬ই ডিসেম্বর আল রিদের বিপক্ষে ম্যাচে ২৯ বছর বয়সী এই উইঙ্গারকে পূর্ণ সময় খেলানো হয়নি। ওটাই ছিল আল নাসরের হয়ে জালোলিদ্দিনের শেষ ম্যাচ। গত দুই ম্যাচে স্কোয়াডেই রাখা হয়নি তাকে। তার সঙ্গে চুক্তি বাতিল করেছে আল নাসর। রোনালদোকে ৭ নম্বর জার্সি দিতে রাজি না হওয়ার কারণেই নাকি চুক্তি হারিয়েছেন জালোলিদ্দিন। 


যদিও আল নাসর প্রেসিডেন্ট মুসাল্লি আল মুয়াম্মার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘মানুষ সবকিছু নিয়ে মন্তব্য করে।

এমনকি ট্রেনিং গ্রাউন্ডে কতজন খেলোয়াড় আছে সেটিও তাদের আলোচনার বিষয়বস্তু।’
মুয়াম্মারের দাবি, গত গ্রীষ্মে আল নাসর ছেড়ে আফ্রিকান জায়ান্ট আল আহলিতে যোগদানের কথা ছিল জালোলিদ্দিনের। তখন ৭ নম্বর জার্সিটি সংরক্ষিত করে রাখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত চুক্তি বাস্তবায়িত হয়নি। তাই মাশারিপোভকে আরেকটি জার্সি পরে খেলতে হয়েছে।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ