• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আল নাসরে রোনালদো তাঁর প্রথম ম্যাচটি খেলতে পারেন মেসির বিপক্ষে

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩, ০৬:০২ পিএম

আল নাসরে রোনালদো তাঁর প্রথম ম্যাচটি খেলতে পারেন মেসির বিপক্ষে

ক্রীড়া ডেস্ক

আর কি দেখা যাবে না লিওনেল মেসি বনাম ক্রিস্টিয়ানো রোনালদো দ্বৈরথ—রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লেখানোর পর এমন একটি প্রশ্ন উঠেছিল ফুটবল আকাশে। জুভেন্টাস হয়ে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছিলেন। তখনো আশা ছিল, ইউরোপের ফুটবলে অন্তত কখনো কখনো দেখা হয়ে যেতে পারত তাঁদের!

কিন্তু রোনালদো বিশ্বকাপের মাঝে যখন ইউনাইটেড ছেড়েছেন, সবাই ধরে নিয়েছিল আর হয়তো মুখোমুখি হতে দেখা যাবে না সময়ের অন্যতম দুই সেরা তারকার। ইউনাইটেড ছাড়ার পর রোনালদোর ভবিষ্যৎ নির্দিষ্ট হয়ে গেছে। সৌদি আরবের ক্লাব আল নাসরে নাম লিখিয়েছেন তিনি। এরপর তো আর কেউ এ দুজনের দেখা হওয়ার কথা ভাবতেও পারেননি!

তবে আল নাসরে রোনালদো তাঁর প্রথম ম্যাচটিই খেলতে পারেন মেসির বিপক্ষে। খবরটি দিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। পিএসজি ১৯ জানুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদে আল–হিলাল ও আল নাসরের মিলিত একটি দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে।

ম্যাচটি আসলে হওয়ার কথা ছিল ২০২২ সালের শুরুর দিকে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে সেটি বাতিল করা হয়েছিল। সেই ম্যাচই ২০২৩ সালের শুরুতে খেলতে চাইছে দুই পক্ষ।

আল নাসর বা পিএসজি—কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি। তবে অনেকেই ধারণা করছেন, ম্যাচটি হওয়ার সম্ভাবনাই বেশি। শেষ পর্যন্ত সেটি হলে অন্য রকম এক ম্যাচই হবে। হয়তো এটিই হয়ে থাকবে সময়ের অন্যতম সেরা দুই তারকার শেষ দ্বৈরথ!

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ