• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ছেলের মৃত্যুর খবর মানতে নারাজ শতবর্ষী মা

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২, ০৬:৪৩ পিএম

ছেলের মৃত্যুর খবর মানতে নারাজ শতবর্ষী মা

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলিয়ান কিংবদন্তির ক্যারিয়ারজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার মা সেলেস্তের। ক’দিন আগেই যার বয়স শতবর্ষ পেরিয়েছে।  ৮২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পেলে।

ফুটবল বিশ্বকে শোকে ভাসিয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) না ফেরার দেশে পাড়ি দেন পেলে। সাও পাওলোর একটি হাসপাতালে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয়েছে তার।

কয়েক মাস আগেই মায়ের শতবর্ষ উপলক্ষে ছবি পোস্ট করেছিলেন পেলে। ব্রাজিলের পক্ষ থেকে সম্প্রতি ‘ব্রাজিলিয়ান মাদার অব দ্য ইয়ার’ সম্মাননা দেয়া হয়েছে তাকে। সেই মাকে রেখে পেলে এখন অন্যলোকে। ছেলে হারানোর যন্ত্রণায় এখন কাতর তিনি।

কতটা ব্যথা নিয়ে প্রিয় পেলেকে বিদায় দেবেন, তার ভার একমাত্র সেলেস্তেই জানবেন। এমন কঠিন ব্যথার চেয়ে তার জন্য হয়তো উল্টোটাই হলে ভালো হতো। ছেলের কাঁধেই শেষ বিদায়টা নিতে পারতেন তিনি।

 

 

এনএমএম/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ