• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পেলের মৃত্যুতে শোকাহত ব্রাজিল

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ১১:৩২ পিএম

পেলের মৃত্যুতে শোকাহত ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

ফুটবলের মহাতারকা পেলের মৃত্যুতে শোকাহত পুরো ব্রাজিল। অনেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। পেলের মৃত্যুতে ব্রাজিলিয়ানদের পাশাপাশি শোকে স্তব্ধ বিশ্বের হাজারো ফুটবল ভক্ত।

পেলের মৃত্যু শোক প্রকাশ করে ব্রাজিলিয়ান এক তরুণ বলেন, `তার মৃত্যু আমি গভীরভাবে শোকাহত। কারণ আমি তার খেলাকে অনেক ভালোবাসি। আমি সব সময় তার একজন বড় ভক্ত ছিলাম। তিনি ছিলেন ফুটবলের মহাতারকা। এবং তিনি ছিলেন ফুটবল বিশ্বের আইকন।‍‍`

অন্য এক ভক্ত আবেগতাড়িত কণ্ঠে বলেন, `পেলের মৃত্যুতে আমি যেমন শোকাহত তেমনি গর্বিত। কারণ পেলের দেশ ব্রাজিলে আমার জন্ম হয়েছে। ফুটবলের তিনি একজন মহাতারকা। এছাড়া তিনি একজন ভালো মানুষও ছিলেন।‍‍`

এক নারী ভক্ত বলেন, `যখন আমরা নতুন বছরে গ্রহণ করতে যাব তখন বিদায় নিলেন পেলে। এটি আমাদের জন্য দুঃখজনক। সত্যিই এটি বেদনার। এটি কান্না করার দিন।‍‍`

তিনবার বিশ্বকাপজয়ী ফুটবলের ‘রাজা’ হিসেবে খ্যাত পেলে গতকাল বৃহস্পতিবার ৮২ বছর বয়সে মারা যান। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পেলে। বার্ধক্যজনিত নানা সমস্যা তো ছিলই, কয়েক বছর ধরে এর সঙ্গে যোগ হয়েছিল কোলন ক্যানসার। এই মরণব্যাধির সঙ্গে লড়েও কেউ কেউ জিতে যান। পেলেও লড়েছেন কয়েক বছর। কিন্তু বয়সটা যে তার পক্ষে ছিল না। শেষ পর্যন্ত চলেই গেলেন ফুটবলের এই মহারথি।

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ