• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দুর্ঘটনার বিষয়ে যা বললেন ঋষভ পান্ত

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ১১:১৮ পিএম

দুর্ঘটনার বিষয়ে যা বললেন ঋষভ পান্ত

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ সফর শেষ করে দিল্লি থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত। বাড়ি ফেরার পথে কেনো এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তার কারণ তিনি নিজেই জানিয়েছেন উত্তরাখণ্ড পুলিশকে। উত্তরাখণ্ড পুলিশের ডিজিপি অশোক কুমার জানান, পান্ত তাদেরকে জানিয়েছেন গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন।

অশোক কুমার বলেন, ‘ভোর ৫.৩০ মিনিটে পান্তের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। রুরকির মোহাম্মদপুর জটের কাছে এই দুর্ঘটনা ঘটে। পান্ত পুলিশকে বলেন যে, গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি।’

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে দলে ফেরার প্রস্তুতি নিতে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাওয়ার কথা ছিল তার। তবে ভয়াবহ এই দুর্ঘটনার কারণে পান্তকে কতদিন মাঠের বাইরে থাকতে হয় সেটিই এখন দেখার বিষয়।

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ