• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এখন খেলোয়াড়কে যা করতে দেখেন, পেলে সেটা আগেই করেছিলেন: হালান্ড

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ০৭:১৯ পিএম

এখন খেলোয়াড়কে যা করতে দেখেন, পেলে সেটা আগেই করেছিলেন: হালান্ড

ক্রীড়া ডেস্ক

পেলের মৃত্যুর পর তাকে নিয়ে নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড‌ তাঁর পোস্টে লিখেন, ‘আপনি যেকোনো খেলোয়াড়কে যা করতে দেখেন, পেলে সেটা প্রথমেই করেছিলেন’। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই শেষে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কালজয়ী ফুটবলার পেলে।

ক্যান্সারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধ করছিলেন এই কিংবদন্তি। কেমোথেরাপি কাজ না করায় গত নভেম্বরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু অবস্থা খারাপের দিকে যেতে থাকলে ব্রাজিলের আলবার্ট আইনস্টাইন হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন তিনটি বিশ্বকাপজয়ী বিশ্বের একমাত্র ফুটবলার। সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার হালান্ড পেলের মৃত্যুতে শোক জানিয়ে টুইটারে এক পোস্টে এই মন্তব্য করেন।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ