• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মারা গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ০৭:৩৫ এএম

মারা গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে

ক্রীড়া ডেস্ক

ফুটবল মাঠে ছিল অদম্য। ছিল না হার মানতে চাওয়ার মনোভাব। ক্যারিয়ারে দেশের হয়ে জিতেছেন তিনবার বিশ্বকাপ। তবে পরাজয় বরণ করতে হলো মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে। চলে গেলেন পৃথিবী ছেড়ে ফুটবল কিংবদন্তি পেলে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টার দিকে  সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বিশ্বকে কাঁদিয়ে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। পেলের মেয়ে কেলি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে গোল ডটকম।

দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন ফুটবলের সম্রাটখ্যাত ব্রাজিলের কিংবদন্তি ‍‍`কালোমানিক‍‍` পেলে। 

ক্যান্সারের পাশাপাশি পেলের শরীরে গত বছর টিউমারও ধরা পড়েছিল, অপারেশন করে সেটি অপসারণ করা হলেও শারীরিক জটিলতা যেন তার পিছু ছাড়ছিল না। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে বিশ্বজোড়া ভক্তদের কাঁদিয়ে অবশেষে না ফেরার দেশেই পাড়ি জমালেন ফুটবলের রাজা ‍‍`কালো মানিক‍‍` পেলে।


এআরআই/এএল

 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ