• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টাইগারদের নতুন কোচ নিয়োগ নিয়ে যা জানালো বিসিবি

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ০১:১৪ এএম

টাইগারদের নতুন কোচ নিয়োগ নিয়ে যা জানালো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো। এ ঘটনার দুই মাস পরেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড। ফলে সাকিব-তামিমদের নতুন হেড কোচ কে হবেন তা নিয়ে চলছে আলোচনা।গুঞ্জন রয়েছে আবারও টাইগারদের দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে হাথুরুসিংহের পাশাপাশি আরও কয়েকটি নামের চর্চাও চলছে। তাহলে কে হচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ?

এ প্রসঙ্গে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগেই কোচ চূড়ান্ত করার কাজটি শেষ করতে চান তারা।

নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আসলে হেড কোচ নিয়োগ কিন্তু এরকম করে হয় না যে ঠিক আমি এখনই বলে দিতে পারবো। আমাদের একজন গতকালই পদত্যাগ করেছে। এ পজিশনটা যেহেতু খালি হয়েছে আমরা এ ব্যাপারে কাজ করবো। যখন বিষয়টা পুরোপুরি নিশ্চিত হবে ও ডকুমেন্টেড হবে তখনই হয়তো আমরা বলতে পারবো।’

বিসিবির প্রধান নির্বাহী মনে করেন, আগে থেকে তথ্য জানিয়ে দিলে বিসিবি যাদের সঙ্গে যোগাযোগ করছে, বিষয়টা তাদের জন্য হবে বিব্রতকর। তিনি বলেন, ‘এর আগে কোনো নাম আমাদের দিক থেকে বলা ঠিক হবে না। যাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে বা হবে তাদের জন্যও বিষয়টা বিব্রতকর হবে। আমরা চাইবো বিষয়টা আপনারা এভাবেই দেখেন। যেহেতু জাতীয় দলের হেড কোচ দরকার, যত তাড়াতাড়ি সম্ভব আনার ব্যাপারে কাজ করবো।’

ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের আগেই কোচ নিয়োগ চূড়ান্ত করতে চান বলে জানান নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘ইংল্যান্ড-বাংলাদেশ সফর করবে। এখানে একটু সুবিধা আছে সময় পাচ্ছি মাঝে বিপিএলের সময়। চেষ্টা থাকবে ইংল্যান্ড সফরের আগে নির্ভরযোগ্য কাউকে জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত করতে পারি কি না।’

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ