• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মার্টিনেজকেই গাল দিতেই ফরাসি তারকাকে ধুয়ে দিলেন ডি মারিয়া

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ১১:৫৬ পিএম

মার্টিনেজকেই গাল দিতেই ফরাসি তারকাকে ধুয়ে দিলেন ডি মারিয়া

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে। দিন দশেক হয়ে গেল। তবে আর্জেন্টিনীয় এবং ফরাসি শিবিরে শত্রুতাপূর্ণ আবহে এখনই ছেদ পড়ছে না। আর দুই শিবিরের বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গোল্ডেন গ্লাভস জয়ী আর্জেন্টিনীয় গোলকিপার এমি মার্টিনেজ। বিশ্বকাপ ফাইনালের পর একাধিক কারণে যিনি বিতর্কের শিরোনামে উঠে এসেছেন। কিলিয়ান এমবাপেকে বারবার বিদ্রুপ করার জন্য গোটা বিশ্বজুড়ে তীব্র ধিকৃত হলেও দিবু মার্টিনেজের পাশেই সবসময় দাঁড়াচ্ছেন তাঁর জাতীয় দলের সতীর্থরা।

এবার মার্টিনেজকে ভয়ঙ্কর গালাগালি লিখে ইন্সটা-স্টেটাস দিলেন ২০১৮-য় ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী আদিল রামি। যেখানে তিনি কুৎসিতভাবে লিখলেন, মার্টিনেজ ফুটবল জগতের সবথেকে দুশ্চিরিত্রা মায়ের সন্তান। এমন স্টেটাস দেখেই ক্ষেপে গেলেন শান্তশিষ্ঠ আঞ্জেল ডি মারিয়া। পাল্টা তিনি লিখে দিলেন, “দিবু মার্টিনেজ বিশ্বের সেরা গোলকিপার। অন্য কোথাও গিয়ে কান্নাকাটি করো’। এর জবাবে আবার আদিল রামি দিমারিয়ার চারটে কান্নারত ছবি পোস্ট করে লিখলেন, “তুমি কি আমাকে একটু শেখাবে?’ চারটে পৃথক ছবির সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন চার ক্যাপশন, ‘যখন তুমি হেরে যাও’, ‘যখন তুমি জেতো’, ‘যখন তুমি কোনও ক্লাব ছাড়ো’, ‘যখন তুমি এই টুইট দেখবে।’

এরপরেই দি মারিয়ার সঙ্গে আদিল রামিকে পাল্টা দিতে আসরে হাজির হন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন দলের দুই তারকা লিয়েন্দ্র পারেদেস এবং জার্মান পাজেল্লা। পারেদেস মজার ছলে বলেন, ‘না কেঁদে এবার বলার চেষ্টা করো দেখি রামি।’ পাজেল্লা সঙ্গেসঙ্গেই বলেন, ‘বেরোও এখান থেকে।’

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ