• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

কোহলিকে পেছনে ফেলে টেস্ট র‍্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে লিটন

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ১১:২৪ পিএম

কোহলিকে পেছনে ফেলে টেস্ট র‍্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে লিটন

ক্রীড়া প্রতিবেদক

সদ্য শেষ হয়েছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। এ সিরিজে ব্যাট হাতে খুব বেশি আলো ছড়াতে পারেননি লিটন কুমার দাস। তবে শেষ ইনিংসে ব্যাট হাতে অর্ধ-শতকের দেখা পান তিনি। আর তাতেই নতুন প্রকাশিত আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে ভারতের বিরাট কোহলিকে পেছনে ফেলে দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১২তম স্থানে উঠে এসেছেন তিনি।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মিরপুর টেস্টে ৮৪ রানের ইনিংস খেলা মুমিনুল হক পাঁচ ধাপ এগিয়ে আছেন ৬৮তম অবস্থানে। বোলারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম আর মেহেদি হাসান মিরাজ। তাইজুল ২৮ আর মিরাজের অবস্থান ২৯তম। এছাড়া বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও বোলিং র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে এখন ৩২তম অবস্থানে।

৯৩৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ফরম্যাটে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা মার্নাস লাবুশানে। ৮৭৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তানের বাবর আজম। স্টিভেন স্মিথ তিন ও ট্রাভিস হেড রয়েছেন চারে। এছাড়া ইংলিশ ক্রিকেটার জো রুটের অবস্থান পাঁচ। সেরা দশের বাকি পাঁচ ব্যাটার হলেন ঋষভ পন্থ,  কেন উইলিয়ামসন, দিমুথ করুণারত্নে, রোহিত শর্মা ও উসমান খাজা।

এআরআই

আর্কাইভ