• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি মিস করে দুই দিন ঘুমাতে পারিনি’

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ১০:৪০ পিএম

‘আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি মিস করে দুই দিন ঘুমাতে পারিনি’

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি বনাম ভার্জিল ফন ডাইক। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ম্যাচের আগে এই দুই ফুটবলারের লড়াই নিয়ে বেশ আলোচনা হয়েছিল। বলা হচ্ছিল, আর্জেন্টিনার যেমন মেসি আছে, নেদারল্যান্ডসের তেমনি আছে ফন ডাইক। মেসিকে সামলানোর সব কৌশলই জানা আছে ফন ডাইকের।

মাঠে অবশ্য মেসির সঙ্গে দ্বৈরথে বড় ব্যবধানেই হারতে হয়েছে লিভারপুলের এই ডিফেন্ডারকে। মেসি জাদুতে ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে নেদারল্যান্ডস ২ গোল দিয়ে ম্যাচে ফিরেছিল। অতিরিক্ত সময়ে আর গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

সেখানেও মেসির মতো দলকে পথ দেখাতে পারেননি ফন ডাইক। শেষ সময়ে পাওয়া ডাচদের ছন্দ নষ্ট হয় তাঁর ওই পেনাল্টি মিসেই। ৪-৩ ব্যবধানে জিতে আর্জেন্টিনা উঠে যায় সেমিফাইনালে।

বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় ১০ দিন। ফন ডাইক এরই মধ্যে লিভারপুলের হয়ে মাঠেও নেমেছেন। তবে পেনাল্টি মিসের কষ্ট এখনো তাতিয়ে বেড়াচ্ছে এই সেন্টার ব্যাককে।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘পেনাল্টি মিস করে দুই দিন ঘুমাতে পারিনি। ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও একটু কাছে চলে গিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে এমন এক ম্যাচে পেনাল্টি মিস করেছি, এটা আসলে খুবই কষ্ট দেয়।’

ওই ম্যাচের পর ফুটবল থেকেই অনেক দিন দূরে থাকার চেষ্টা করেছেন নেদারল্যান্ডসের এই ডিফেন্ডার, ‘ওই দিন বিকেল আর সন্ধ্যাটা আমার খুবই বাজে কেটেছে। ফুটবলের সঙ্গে কিছুদিন কোনো সম্পর্কই রাখিনি। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি, জীবনে যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়ের পর সেমিফাইনালে আর্জেন্টিনা হারায় ক্রোয়েশিয়াকে। ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা জেতে আর্জেন্টিনা।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ