• ঢাকা শুক্রবার
    ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

মাশরাফিকে বিসিবি সভাপতি হিসেবে চেয়ে সারাদেশ ঘুরে বেড়াচ্ছেন বীর কুমার

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ১০:৩৩ পিএম

মাশরাফিকে বিসিবি সভাপতি হিসেবে চেয়ে সারাদেশ ঘুরে বেড়াচ্ছেন বীর কুমার

ক্রীড়া ডেস্ক

‍‍`মাশরাফি‍‍`কে বিসিবি সভাপতি হিসেবে দেখতে চাই‍‍` ও ‍‍`রক্ত দিন, জীবন বাঁচান‍‍` এই দুইটি স্লোগান নিয়ে বাই সাইকেলে চড়ে কক্সবাজারের টেকনাফ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদেশ্যে যাত্রা শুরু করেছেন কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা। গত ২৪ ডিসেম্বর যাত্রা শুরু করেন তিনি। বর্তমানে তিনি কুমিল্লায় অবস্থান করছেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার কুক্যাছড়ি গ্রামের সুশীল তনচংগ্যার অধম্য সন্তান বীর কুমার তনচংগ্যা। ছোটবেলা থেকেই দুরন্ত ছিলেন বীর কুমার। বাই-সাইকেল নিয়ে যে ছুটে যেতেন বহুদূরে। খেলা নিয়ে প্রবল আগ্রহ তার। আর সেই আগ্রহ থেকেই বাংলাদেশ ক্রিকেট টিমের ভক্ত হয়ে উঠে। তার এই যাত্রার স্লোগানের বিষয়ে জানতে চাইলে সে বলে "বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এর অবস্থা বর্তমানে আইসিইউ এর মতো হয়ে গিয়েছে। তাই বিসিবি‍‍`কে উন্নতি করতে ‍‍`মাশরাফি‍‍`কে বিসিবির প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই‍‍` প্রতিবাদের স্লোগান নিয়ে সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়েছি, পুরো দেশ ঘুরে বেড়াবো। সবাইকে তা জানাবো।"  

শুভ জন্মদিন মাশরাফি বিন মর্তুজা | 687865 | কালের কণ্ঠ | kalerkantho

এছাড়াও একজন নিয়মিত রক্তদাতাও বীর কুমার। আর তাই, সে সবাইকে রক্ত দানের জন্য আহবান করেছে। সাইকেলে চড়ে সে সবাইকে রক্তদানেও উৎসাহ দিচ্ছে।

এছাড়াও বীর কুমার বলেন, ‍‍`‍‍`ভ্রমণ আমার খুব প্রিয় শখ। বিভিন্ন দর্শনীয় স্থান ও স্থানীয়দের জীবন-জীবিকা সম্পর্কে জানতে খুব আগ্রহ অনুভব করি। সাইকেল চালিয়ে ভ্রমণ করে সেগুলো জানতে চাই।‍‍`‍‍`

২৭ ডিসেম্বর রাতে কুমিল্লায় এসে পৌঁছায় বীরকুমার। আর তাকে সাদরে গ্রহণ করে কুমিল্লা সাইক্লিস্ট টিমের সদস্যরা। কুমিল্লা সাইক্লিস্ট টিমের সদস্যরা তার রাতে থাকা ও নিরাপত্তার ব্যবস্থা করেছে। বীর কুমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজই আবার কুমিল্লা থেকে বেরিয়ে পড়বে তেঁতুলিয়ার উদ্দেশ্যে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজার সাথে বেশ কয়েকবার তার সাক্ষাৎও হয়েছিলো।

 

সজিব/

আর্কাইভ