• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পদত্যাগ করলেন হেডকোচ ডোমিঙ্গো

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০৫:৩৫ পিএম

পদত্যাগ করলেন হেডকোচ ডোমিঙ্গো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদত্যাগ করলেন হেডকোচ ডোমিঙ্গো
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল ডোমিঙ্গো। তিনি তার সিদ্ধান্তের কথা মঙ্গলবার জানিয়ে দিয়েছেন বিসিবি’কে (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।
ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে হারা টেস্ট সিরিজই তাই রাসেল ডোমিঙ্গোর বাংলাদেশ কোচ হয়ে সর্বশেষ অ্যাসাইনমেন্ট হয়ে থাকল। রাসেল ডোমিঙ্গোর পদত্যাগের খবর নিশ্চিত করে প্রতিবেদন করেছে ইএসপিএনক্রিকইনফো।
রাসেল ডোমিঙ্গোর পদত্যাগপত্র পাবার কথা একাধিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। 


২০১৯ সালের আগস্টে বাংলাদেশ দলের কোচ হয়ে আসেন রাসেল ডোমিঙ্গো। বিশ্বকাপে দলের অনাকাঙ্ক্ষিত পারফরম্যান্সের পর স্টিভ রোডসকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল বিসিবি। তার স্থানেই নেয়া হয় প্রোটিয়া রাসেল ডোমিঙ্গোকে।

 

 

এনএমএম/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ