• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০১:০০ এএম

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

দীর্ঘ সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড। আগামী মার্চ থেকে দুই দলের এই সিরিজ শুরু হবে । মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও বিসিবির পক্ষ থেকে সিরিজের চূড়ান্ত সূচি নিশ্চিত করা হয়েছে।

ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে এবারের বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। আগামী ১ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে এই দুই দল। এরপর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ ও ৬ মার্চ। সিরিজের প্রথম দুই ওয়ানডে ঢাকায় হলেও শেষ ওয়ানডে ম্যাচটি হবে চট্টগ্রামে।

ওয়ানডে সিরিজের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে চট্টগ্রামে। আগামী ৯ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ১২ ও ১৪ মার্চ।

এর আগে, ২০১৬ সালে বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড। সেবার দুই দলের টেস্ট সিরিজ ড্র হয় ১-১। তার আগে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় ইংলিশরা।

 

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ