• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ স্কালোনিই থাকছেন

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ১২:৫৮ এএম

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ স্কালোনিই থাকছেন

ক্রীড়া ডেস্ক

লুইস মেনোত্তি, কার্লোস বিলার্দোর পর তৃতীয় কোচ হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করিয়েছেন লিওনেল স্কালোনি। তাই আর্জেন্টিনা দেশটির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম লিওনেল স্কালোনি।

২০১৮ সালে দায়িত্ব নেওয়া লিওনেল স্কালোনির সঙ্গে কাতার বিশ্বকাপ ২০২২ পর্যন্তই চুক্তি ছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। তবে বিশ্বকাপের পরও আর্জেন্টিনার কোচ হিসেবে ডাগ আউটে থাকবেন স্কালোনি।

আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা অবশ্য আসেনি। তবে দুই পক্ষই মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন তাতে।

এ ব্যাপারে এফএ এর সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, ‘স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ। আমরা দুজনেই কথার বরখেলাপ করি না। আমরা মৌখিকভাবে রাজি হয়েছি। ’

বিশ্বকাপ জয়ের পর পরিবারের সঙ্গে স্পেনে ছুটি কাটাচ্ছেন স্কালোনি। ছুটি শেষে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিকতা সারবে এএফএ। তাপিয়া বলেন, ‘সন্তানের পাসপোর্ট সমস্যা ঠিক করতে স্পেনে গিয়েছে সে। যখন দেশে ফিরবে তখন এনিয়ে আলোচনা করব আমরা। ’

২০১৮ বিশ্বকাপের ভঙ্গুর একটি দলের দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। সেটাও অন্তর্বর্তীকালীন হিসেবে। সময়ের সঙ্গে সঙ্গে দলটিকে অপ্রতিরোধ্য বানিয়ে ফেলেন তিনি।

তাপিয়া বলেন, ‘২০১৯ কোপা আমেরিকার আগে মেনোত্তি আমাকে বলেছিল, তাকে বিশ্বকাপ পর্যন্ত সাইন করা উচিত। এবং আমরা করেছিও। যখন স্কালোনিকে বেছে নেই, ৯৯ ভাগ মানুষ আমাদের ভুল, এমনকি পাগলও ভেবেছিল। কিন্তু এই দল তিনটি শিরোপা জিতে মানুষের জীবনে আনন্দ ফিরিয়ে এনেছে।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ