প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ০৫:৫৫ পিএম
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার ফাইনাল নিয়ে বির্তক চলছেই। সেই বির্তকে ঘি ঢাললেন সেই ম্যাচেরই রেফারি সাইমন মার্সিনিয়াক। পোলিশ এই রেফারি বলেন, আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে ম্যাচ চলাকালীন তিনি ভুল করেছিলেন।
১৮ ডিসেম্বর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করে প্রথম পোলিশ রেফারি সাইমন মার্সিনিয়াক। তাকে জানাতে পোল্যান্ডের প্লোক শহরে বিলবোর্ড ও ব্যানার টানানো হয়। বুধবার দেশে ফেরার পর তাকে সংবর্ধনা দেন শহরের মেয়র। সেখানে গণমাধ্যমে মুখোমুখি হন ৪১ বছর বয়সী সেই রেফারি। সেখানে ম্যাচ পরিচালনার সময় নিজ ভুলের কথা স্বীকার করেন।
এ সময় ম্যাচ তিনটি পেনাল্টি এবং ভিএআরের পরামর্শ ছাড়া ফরাসি স্ট্রাইকার মার্কাস থুরামকে হলুদ কার্ড দেওয়ার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘এটি নিখুঁত পারফরম্যান্স ছিল না। অবশ্যই এই ফাইনালে ভুল ছিল।’
নিজ দেশের গণমাধ্যম তিনি বলেন, ‘মার্কোস আকুনার খারাপ ট্যাকলেরে পর ফ্রান্সের একটি পাল্টা আক্রমণে বাধা দিয়েছিলাম। ওখানে ফাউলটা না দিলেও হতো। এমন একটা ম্যাচে এমন ভুল হতেই পারে। এটা বলা কঠিন, যে আপনি ম্যাচে এমন ভুল করবেন না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাচের বড় কোনো ভুল ছিল না।’