• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রোনালদো দলের জন্য আপদ: রিয়ালের সাবেক কোচ

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২, ০৪:১৯ এএম

রোনালদো দলের জন্য আপদ: রিয়ালের সাবেক কোচ

ক্রীড়া ডেস্ক

ইউরোপের শীর্ষ ফুটবল থেকে সুন্দর বিদায় ক্রমে কঠিন হয়ে পড়ছে ক্লাবহীন হয়ে পড়া ক্রিস্টিয়ানো রোনালদোর। তার মতো কিংবদন্তির ক্যারিয়ারের শেষ বেলায় এমন পরিণতি অপ্রত্যাশিত। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবকে নিয়ে তার বিতর্কিত সাক্ষাৎকারের পর গোটা ফুটবলবিশ্বই তার সমালোচনায় মুখর। এমন অবস্থায় ইউরোপে তার ক্যারিয়ার অনিশ্চিত। নতুন করে এবার তার কঠোর সমালোচনা করেছেন বিখ্যাত ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলো।

এসি মিলান, রিয়াল মাদ্রিদ ও রোমার সাবেক কোচ ফ্যাবিও ক্যাপেলো বরাবরই রোনালদোর বড় সমালোচকদের একজন। রোনালদোর ক্যারিয়ারের বর্তমান পরিস্থিতি নিয়ে ইতালিয়ান গণমাধ্যমে তার মতামত জানান।  তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতির জন্য রোনালদো নিজেই দায়ী।

ইতালিয়ান সংবাদমাধ্যম কোরিয়েরে ডেলা সেরা-কে দেয়া এক সাক্ষাৎকারে ক্যাপেলো বলেন, আমি মনে করি, ক্রিস্টিয়ানো রোনালদোই এটার জন্য দায়ী এবং তিনি তার ক্যারিয়ারের অনেক অর্জন হারাবেন এটার জন্য।‍‍`

তিনি যোগ করেন, ‍‍`আমরা খেলোয়াড়টিকে নিয়ে কথা বলছি না, বলছি এই সময়টা নিয়ে। সে অপরিণামদর্শী, সে সবার সামনে নিজেকে পেশ করছে, কিন্তু এমন কাউকে পাচ্ছে না, যে তাকে বিশ্বাস করে। সে রীতিমতো একটা দলের জন্য আপদে পরিণত হয়েছে।‍‍`

কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা উঁচিয়ে ধরতে সমর্থ হয়েছে আর্জেন্টিনা। টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা। ক্যাপেলোর সাক্ষাৎকারে উঠে এসেছে লিওনেল মেসিদের বিশ্বকাপ জেতার প্রসঙ্গও। সেখানে তিনি লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হলেও ধুয়ে দিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে। অ্যাস্টন ভিলার এই গোলরক্ষককে তিনি ‍‍`নির্বোধ‍‍` বলে আখ্যা দেন।

মেসিকে নিয়ে এই অভিজ্ঞ কোচ বলেন, ‍‍`সে বিশ্বের অন্যতম সেরা ছিল বিশ্বকাপ জেতার আগেও এবং পেলে, ডিয়েগো ম্যারাডোনা ও মেসি যা করতে পেরেছে, এমনকি বাকিরা তা চিন্তাও করতে পারবে না।‍‍`

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ