• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন মেসি : লেভানদোভস্কি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২, ১১:৫৪ পিএম

ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন মেসি : লেভানদোভস্কি

ক্রীড়া ডেস্ক

এই বছর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোয় ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর লিওনেল মেসি জিততে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের অধিনায়ক রবার্ট লেভানদোভস্কি। সম্প্রতি বার্সেলেনার ওয়েবসাইটে এক সাক্ষাৎকার দেন পোলিশ এ অধিনায়ক। সেখানে অনেক বিষয়েই খোলামেলা কথা বলেন তিনি। সেখানেই এ মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে মেসির হাতেই সোনালি বলটা দেখতে পাচ্ছেন উল্লেখ করে ফিফা বর্ষসেরা লেভানদোভস্কি বলেন, ‘এই মৌসুমে ব্যালন ডি’অর কে জিততে যাচ্ছে সেটা নির্ধারণ করতে যাচ্ছে শুধুমাত্র বিশ্বকাপ। নিশ্চিতভাবে লিও আছে শীর্ষ অবস্থানে। কারণ সে এমন কিছু অর্জন করেছে যা তার কাছে সবকিছু। এখন সে এটা উপভোগ করতে পারে।’

তিনি বলেন, ‘গত বছর আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতিয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটান মেসি এবং জেতেন সপ্তম ব্যালন ডি’অর। এবার আলবিসেলেস্তেদের ৩৬ বছরের বিশ্বকাপ ট্রফির আক্ষেপের অবসান হলো তার হাত ধরে, আট নম্বর ব্যালন ডি’অর মেসির হাতে ওঠা অপ্রত্যাশিত নয়।’

মেসির সঙ্গে খেলার আকাঙ্ক্ষা প্রকাশ করে লেভা বলেন, ‘এই মুহূর্তে মেসি প্লেমেকার হিসেবে বেশি অবদান রাখছে। এজন্য হয়তো সে গোল বেশি পাচ্ছেনা। সতীর্থদের বেশি পাস দিচ্ছে। তাদের নিয়ে গোল করাচ্ছে ঠিকই। আবার নিজেও গোল করছে। তার সাথে খেলার স্বপ্ন যে কোনো স্ট্রাইকারের আছে।’

প্রসঙ্গত, কাতারের লুসাইল স্টেডিয়ামের ফাইনালে আর্জেন্টিনা টাইব্রেকারে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। সেই সঙ্গে ৩৬ বছরে শিরোপা না পাওয়ার আক্ষেপ পূরণ করেন। সাত গোল ও তিন অ্যাসিস্ট করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল লাভ করেন মেসি। ফাইনালেও তার পা থেকে আসে দুটি গোল।

উল্লেখ্য, চলতি বছর জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছেন লেভানদোভস্কি। এর মধ্যে ক্যাম্প ন্যুয়ে সমর্থকদের প্রিয় খেলোয়াড়ে পরিণত হয়েছেন এ পোলিশ তারকা। চলতি মৌসুমে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে ২ পয়েন্ট এগিয়ে থেকে টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।

 

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ