• ঢাকা সোমবার
    ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

রোনালদোর পর্তুগালের সামনে এবার জার্মানি

প্রকাশিত: জুন ১৯, ২০২১, ০১:৪০ পিএম

রোনালদোর পর্তুগালের সামনে এবার জার্মানি

ক্রীড়া ডেস্ক

ইউরোপীয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ শক্তিশালী জার্মানির মুখোমুখি হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। শনিবার (১৯ জুন) রাত ১০টায় বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শুরু হবে ইউরো কাপের খেলাটি। এই ম্যাচে জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হবে পর্তুগিজদের। অপরদিকে দৌড়ে টিকতে হলে জয়ের বিকল্প নেই জোয়াকিম লোর শিষ্যদের। 

এবারের আসরে ‘এফ’ গ্রুপকে বলা হচ্ছে ডেথ গ্রুপ। বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের সঙ্গে আছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, জার্মানি আর হাঙ্গেরি। গ্রুপের তৃতীয় দল হিসেবে নকআউটের সুযোগ থাকায় হাল ছাড়বে না কেউই। জার্মানিকে ১-০ গোলে হারিয়ে শুরু করা ফ্রান্স আজ হাঙ্গেরির সঙ্গে জয় পেলেই নিশ্চিত করবে নকআউটের টিকিট। তেমনি জার্মানিকে হারালে পর্তুগালও উঠে যাবে পরের রাউন্ডে। 

নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেও জয়ের স্বাদ পায়নি জার্মানি। বল দখল কিংবা আক্রমণ, উভয় দিকেই এগিয়ে ছিল জোয়াকিম লো’র শিষ্যরা। তবে ভাগ্য সহায় হয়নি, ম্যাটস হামেলসের আত্মঘাতী গোলে জয় পায় ফ্রান্স। এবার আরেক বড় পরীক্ষা জার্মানির। 

যদিও আন্তর্জাতিক ফুটবলে একে অপরের বিপক্ষে তেমন একটা খেলা হয় না পর্তুগাল-জার্মানির। পরিসংখ্যানে অনেকটা এগিয়ে জার্মানি। ১৮ বারের দেখায় ১০ জয় জার্মানদের। পাঁচ ম্যাচ ড্র। দীর্ঘ ৭ বছর পর জার্মানির বিপক্ষে খেলতে নামছে পর্তুগাল। ২০১৪ ফিফা বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয় দুদল। গ্রুপ পর্বের সেই ম্যাচে ৪-০ গোলে পর্তুগালকে হারায় জার্মানি। তবে সময়ের পরিক্রমায় বিশ্বের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়েছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াও ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন দলে রয়েছে এক ঝাঁক তারকা ফুটবলার। যার স্পষ্ট ফল ফিফা র‌্যাংকিংয়ে পর্তুগালের ৫ নম্বরে অবস্থান। অপরদিকে ৮ ধাপ পিছিয়ে ১৩তম স্থানে রয়েছে  জার্মানি।

শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানেও এগিয়ে পর্তুগাল। পাঁচ ম্যাচের তিনটিতে জয়, দুটি ড্র। অপরদিকে দুই জয়, এক ড্রয়ের সঙ্গে জার্মানদের রয়েছে দুটি হার। ম্যাচটি ক্রিস্টিয়ানো রোনালদো ও ম্যানুয়েল নয়্যারের জন্যও বিশেষ ম্যাচ। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত জার্মান গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি পর্তুগিজ সুপারস্টার।

ইউরো ২০২০’-এ নিজেদের প্রথম ম্যাচে নেমে একাধিক রেকর্ডের মালিক বনে যান রোনালদো। সবচেয়ে বেশি পাঁচটি ইউরোতে খেলার রেকর্ড তো তিনি মাঠে নামতেই হয়ে যায়। এক গোল করে ইউরোর মূল টুর্নামেন্টে ফ্রান্স কিংবদন্তি মিশেল প্লাতিনিকে ছাড়িয়ে যান রোনালদো। ইউরোতে রোনালদোর গোল এখন ১১টি, প্লাতিনির ৯টি।

শেষ ম্যাচে ৩-০ গোলের জয় পেলেও সামনের দিকে চোখ ফার্নান্দো সান্তোসের। পর্তুগালের কোচ বলেন, ‘আমরা জয় দিয়ে যাত্রা শুরু করেছি। কিন্তু এটি শুধুই তিন পয়েন্টের বিষয়। আমাদের সামনে আরও দুটি খুব গুরুত্বপূর্ণ খেলা রয়েছে। এটা ইউরো প্রতিযোগিতা, এখানে আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

পর্তুগিজ অধিনায়ক রোনালদোও মরিয়া জার্মানিকে হারিয়ে নকআউট নিশ্চিত করতে। তিনি বলেন, ‘জয়ে শুরু করাটা গুরুত্বপূর্ণ ছিল। এখন পরের ম্যাচে জেতাই লক্ষ্য আমাদের।’ 

জার্মান কোচ জোয়াকিম লো বলেন, ‘আমাদের দলের লক্ষ্য একই রয়েছে। আমরা জানি, অবস্থা পাল্টানো সম্ভব। আমরা যদি মাঠের পারফরম্যান্সে আরও জোর দিতে পারি তাহলে পর্তুগালকে হারানো সম্ভব।’

জেডআই/এএমকে

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ