• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মেসি-এমবাপ্পের মধ্যে কাকে আটকানো কঠিন জানালেন লিগ ওয়ানের ডিফেন্ডার

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২, ১১:৫২ পিএম

মেসি-এমবাপ্পের মধ্যে কাকে আটকানো কঠিন জানালেন লিগ ওয়ানের ডিফেন্ডার

ক্রীড়া ডেস্ক

বর্তমান বিশ্বের সেরা দুজন প্লেয়ার হচ্ছেন মেসি এবং এমবাপ্পে। দুজনেই দুর্দান্ত খেলছেন এবং দুজনেই দুর্দান্ত ছন্দে আছেন। প্রতিপক্ষের জন্য রীতিমত আতঙ্কের তারা দুজনেই।

কিন্তু এই দুজনের মধ্যে কাকে আটকানো বেশি কঠিন? কাকে আটকাতে প্রতিপক্ষ ডিফেন্ডারকে বেশি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়?

লিগ ওয়ানে খেলা ডিফেন্ডার গুইলেরমো মারিপানকে করা হয়েছিল এই প্রশ্ন। চিলিয়ান এই ডিফেন্ডার মেসি এবং এমবাপ্পে উভয়ের বিপক্ষেই খেলেছেন। তাই তিনি খুব ভালো করেই জানেন কাকে আটকানো কঠিন।

মারিপান বলেন, “ব্যক্তিগত পর্যায়ে, সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে মেসিকে আটকানো এবং এতে কোন সন্দেহ নেই। এমবাপ্পেকে আটকানোও কঠিন। তবে আমি মনেকরি দুজনের মধ্যে মেসিকে আটকানো সবচেয়ে কঠিন।”

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ