প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২, ১১:৪৭ পিএম
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র এবার কাতার বিশ্বকাপে খেলতে নেমেছিলেন ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার লক্ষ্য নিয়েই। কিন্তু তাদের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় হয়েছে।
এটা ছিল নেইমারের তৃতীয় বিশ্বকাপ। এর আগে ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপেও সফল হতে পারেননি তিনি। ব্রাজিল পারেনি অধরা বিশ্বকাপ শিরোপা ধরতে।
নেইমার জুনিয়র এবারের বিদায়ের পর বেশ ভেঙে পরেছিলেন। তবে শেষ পর্যন্ত লিওনেল মেসিকে দেখেই অনুপ্রাণীত হয়েছেন তিনি, জানিয়েছেন ২০২৬ সালে বিশ্বকাপের জন্য লড়াই করবেন।
মেসি তার ক্যারিয়ারে আগেও চারটি বিশ্বকাপ খেলেছিল। কিন্তু শিরোপা জিততে পারেনি। কিন্তু হাল ছাড়েনি মেসি। এবার ৫ম বারে এসে শিরোপা জিতেই ছেড়েছেন। নেইমারও তাই ২০২৬ সালে আরও একবার চেষ্টা করবেন বিশ্বকাপ ধরার জন্য।