• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মার্টিনেজের কৌশলে আর্জেন্টাইনকে রুখে দিলেন সৌদি ক্লাবের গোলরক্ষক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২, ০৪:১৫ পিএম

মার্টিনেজের কৌশলে আর্জেন্টাইনকে রুখে দিলেন সৌদি ক্লাবের গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক

৩৬ বছর পর নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। গত রোববারের এই ফাইনালে ফ্রান্সকে হারিয়ে যে আকাশি-সাদারা বিশ্বকাপ জিতেছে, তার পেছনে বড় ভূমিকা রয়েছে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। ফাইনালসহ লিওনেল স্ক্যালোনির দলকে দুটো টাইব্রেকার পরীক্ষায় উতরে দিয়েছেন এই মার্টিনেজই।

পেনাল্টি শ্যুট আউটের খেলায় অদ্ভুত সব কাণ্ড করে প্রতিপক্ষের পেনাল্টি টেকারদের মনোযোগ নাড়িয়ে দেন তিনি। তার এমন কৌশল বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেতে শুরু করেছে। অন্য গোলরক্ষকরাও শিখছেন তা। সৌদি কাপের একটি ম্যাচেও দেখা গেল এমন দৃশ্য। যার কবলে পড়েছেন মার্টিনেজেরই স্বদেশি।

সৌদির আল ইতিহাদ ক্লাবের গোলরক্ষক মার্সেলো গ্রোহে টাইব্রেকারের সময় এমন কাণ্ড করেছেন সম্প্রতি। দলটির সঙ্গে আল শাবাবের ম্যাচ ছিল গত শুক্রবার। সেদিন নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় খেলাটা টাইব্রেকারে গড়ায়।

আল শাবাবের হয়ে শেষ পেনাল্টিটা নিতে এসেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এভার বানেগা। তখনই গ্রোহে ঘটিয়েছেন এই কাণ্ড। বলটি অন্য দিকে ছুড়ে দিয়েছিলেন তিনি। এর ফলে বল আনতে যেতে হয় বানেগাকে। বল এনে ঠিক জায়গায় রেখে পেনাল্টি নেওয়ার জন্য যখন তৈরি হচ্ছেন তিনি, সেই সময় আবার উদ্ভট কাণ্ড করলেন গ্রোহে। এ বার তিনি গোল লাইন ধরে ডানদিক, বাঁদিক করতে থাকেন। বানেগা বলটা মারেন অনেক বাইরে।

এমন কাণ্ডই ঘটেছিল বিশ্বকাপের ফাইনালে। অরলিয়েঁ চুয়ামেনি ফ্রান্সের হয়ে তৃতীয় পেনাল্টি নেওয়ার সময় অন্য কাণ্ড ঘটান মার্টিনেজ। তিনি বল নিয়ে গোলের পিছনে থাকা আর্জেন্টিনা সমর্থকদের কাছে চলে যান। তাদের চিৎকার করতে বলেন। তার পরে চুয়ামেনিকে বল না দিয়ে অন্য দিকে ছুড়ে দেন। বাধ্য হয়ে চুয়ামেনিকে বল আনতে হয়। এই সব ঘটনায় তাঁরও মনোযোগ নষ্ট হয়। বাইরে মারেন তিনি।

সে ঘটনার পুনরাবৃত্তিই দেখা গেল সৌদি কাপের ম্যাচে। তাতে মার্সেলোর সঙ্গে এমিলিয়ানোর সেই কাণ্ডের তুলনাও চলে আসছে বেশ।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ