• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন দি মারিয়া!

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২, ১১:৫১ পিএম

আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন দি মারিয়া!

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপেই আকাশি-সাদা জার্সিতে তাঁর শেষবার মাঠে নামা—এমনটাই জানিয়ে রেখেছিলেন আনহেল দি মারিয়া। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দি মারিয়া তাঁর মন বদলেছেন। লিওনেল মেসি যেমন বলেছেন চ্যাম্পিয়ন জার্সিতে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা তাঁর। জানা গেছে, দি মারিয়াও সেটি করবেন বলেই মনস্থির করেছেন।

এ ব্যাপারে আর্জেন্টাইন উইঙ্গারের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও খেলোয়াড়দের ঘনিষ্ঠ টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গ্যাস্তন এদুল দিয়েছেন তেমনই খবর। কত দিন খেলা চালিয়ে যাবেন এটি যদিও এখনো অনিশ্চিত। ২০২৪ কোপা আমেরিকায়ও দেখা যাবে কি না এ তারকাকে, তা সময়ই বলবে।

২৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে গত কোপা জয়ের ফাইনালেও গোল ছিল তাঁর। গোল করেছেন ফিনালিসিমায়ও। ৩৪ বছরের দি মারিয়া এই বিশ্বকাপেই ভেবে রেখেছিলেন তাঁর শেষ। কিন্তু শিরোপা জয়ই হয়তো মন বদলে দিয়েছে তাঁর।

ফাইনালের অসাধারণ পারফরম্যান্স বলছে, মাঠে অন্তত তিনি ফুরিয়ে যাননি। ইতালি থেকে খবর, জুভেন্টাসে তাঁর এক বছরের চুক্তি বাড়িয়ে নিতে চাইছেন কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রি।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ