• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আবারও বিশ্বকাপ খেলার জবাবে ফ্রান্সকে আর্জেন্টিনা, ‘কান্না থামান’

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২, ০৫:০৫ পিএম

আবারও বিশ্বকাপ খেলার জবাবে ফ্রান্সকে আর্জেন্টিনা, ‘কান্না থামান’

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যেন শান্তি পাচ্ছে না ফ্রান্স। আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে হেরে যাওয়ার পরই পুনরায় বিশ্বকাপ খেলার আহ্বান জানিয়ে পিটিশন করেছে ফ্রান্স।

জরিপ করা একটি প্রতিষ্ঠান জানিয়েছে, আর্জেন্টিনাকে পুনরায় বিশ্বকাপ খেলার জন্য ২ লাখ স্বাক্ষর সংগ্রহ করেছে ফ্রান্স।

ফ্রান্সের এমন কর্মকাণ্ডের প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি আর্জেন্টাইন জাতীয় দল। অন্যদিকে ভ্যালেনটিন গোমেন নামের একজন আর্জেন্টিনার জাতীয় দলের সমর্থক টুইটারে ফ্রান্সকে এর পাল্টা জবাব দিতে একটি উদ্যোগ নিয়েছেন।

গোমেজ তার টুইটারে লিখেন, ‘যদি ফরাসিরা বিশ্বকাপ ফাইনাল খেলার জন্য স্বাক্ষর সংগ্রহ করে, আমি প্রস্তাব করছি যে আমরা আর্জেন্টাইনদের ঐক্যের মুহূর্তটির সদ্ব্যবহার করি এবং স্বাক্ষর সংগ্রহ করি যাতে ফরাসিরা কান্না বন্ধ করে এবং স্বাক্ষরের বিশ্বকাপ জিততে পারে।’

এ আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ৩০ হাজার স্বাক্ষর পড়ে। যারা ফ্রান্সের বিরুদ্ধে পিটিশন করার জন্য অনুমতি দিয়েছে। অন্যদিক গোলডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের পিটিশন বাতিল করতে আর্জেন্টিনাও স্বাক্ষরের আবেদন জানালে প্রায় ৬৫ হাজার মানুষ এতে স্বাক্ষর প্রদান করেন।

 

আরও পড়ুন: আর্জেন্টিনাকে আবারও ফাইনাল খেলার আহ্বান জানিয়ে ২ লাখ স্বাক্ষর গ্রহণ
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বলছেন, আর্জেন্টিনা সঠিক নিয়মেই কাপ জিতেছে।

একজন মন্তব্য করেন, ‘যখন থেকে আমরা বিশ্বকাপের ফাইনালে তাদের পরাজিত করেছি, তখন থেকেই ফরাসিরা কান্না থামায়নি। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে এটা তারা মেনে নিতে পারছে না।’

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ