• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মুস্তাফিজের দিল্লির হয়ে খেলবেন যারা

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২, ০৩:৩৬ এএম

মুস্তাফিজের দিল্লির হয়ে খেলবেন যারা

ক্রীড়া ডেস্ক

গত ফেব্রুয়ারিতে নিলামে মুস্তাফিজকে ২ কোটি রুপির বিনিময়ে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। ২০২২ মৌসুমে দিল্লির হয়ে দারুণ ছন্দে ছিলেন টাইগার পেসার। ৮ ম্যাচ খেলে ৭.৬৩ ইকোনমি রেটে তার শিকার ৮ উইকেট। সেরা বোলিং ফিগার, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট।

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন মুস্তাফিজ। খুব বেশি উইকেটের দেখা না পেলেও বল হাতে তিনি ভুগিয়েছেন ব্যাটারদের। ৫.৬ ইকোনমিতে পাঁচ ম্যাচে আসরে তার শিকার ৩ উইকেট। এমন পারফরম্যান্সের পর তার ওপর ভরসা রাখে দিল্লি।

রিশভ পন্ত (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপাল প্যাটেল, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, ইয়াস ধুল, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, এনরিখ নর্কিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, আমান খান, কুলদীপ যাদব, প্রবীন দুবে, ভিকি ওস্তওয়াল, ফিল সল্ট, ইশান্ত শর্মা, মুকেশ কুমার, মানিষ পান্ডে, রাইলি রুশো ও মুস্তাফিজুর রহমান।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ