• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

পাকিস্তানের ক্রিকেট দলের প্রধান নির্বাচক হলেন শহিদ আফ্রিদি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ১০:২৫ পিএম

পাকিস্তানের ক্রিকেট দলের প্রধান নির্বাচক হলেন শহিদ আফ্রিদি

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তী প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন শহিদ আফ্রিদি। তিন সদস্যের কমিটিতে সাবেক টিমমেট আব্দুল রাজ্জাক ও রাও ইফতিখার আঞ্জুমের সঙ্গে কাজ করবেন তিনি। খবর ইএসপিএন’র।

আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন আফ্রিদি। এ ছাড়া মোহাম্মদ ওয়াসিমের নেতৃত্বাধীন প্যানেল ঘোষিত টেস্ট স্কোয়াডও পর্যালোচনা করবে বর্তমান কমিটি।

নতুন কমিটির কাছে ‘সাহসী ও দৃঢ় সিদ্ধান্ত’ চান বলে এক বিবৃতিতে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নিজাম শেঠি। তিনি বলেন, আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে তার পুরো ক্রিকেট জীবনে ভয়-ডরহীন খেলেছেন শহিদ আফ্রিদি। তার প্রায় ২০ বছর ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে।

 

এআরআই/এএল

আর্কাইভ