• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভারতকে ১৪৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ০৯:৪৮ পিএম

ভারতকে ১৪৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

মিরপুরে ভারতকে মাত্র ১৪৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট জিততে এই মামুলি লক্ষ্য তাড়া করতে আজকের দিনসহ আরও দুইদিন পাবে ভারত। তৃতীয় দিনে আজ সবকটি উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ২৩১ রান করেছে বাংলাদেশ।

টপ অর্ডারের বেশিরভাগ ব্যাটার হতাশায় ডোবালেও বাংলাদেশের হয়ে ফিফটির দেখা পেয়েছেন লিটন দাস এবং জাকির হাসান। ভারতের হয়ে অক্ষর প্যাটেল নিয়েছেন ৩ উইকেট।

তৃতীয় দিন ভারতের থেকে ৮০ রানে পিছিয়ে থেকে দিন শুরু করেছিল বাংলাদেশ। তবে প্রথম এবং দ্বিতীয় সেশনে দর্শকদের কেবল হতাশাই উপহার দিয়েছে টাইগার ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। সুযোগ পেয়েও ইনিংসকে সমৃদ্ধ করতে পারেননি নুরুল হাসান সোহান, ফিরেছেন ৩১ রানে।

এদিকে ব্যাটারদের আশা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে বড় রানের আভাস দিলেও ৭৩ রানে থামেন লিটন। চা পানের বিরতির পর মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন এই তারকা ব্যাটার। এরপর আর বেশিদূর এগোতে পারেনি বাংলাদেশ দল, দ্বিতীয় ইনিংস থামে ২৩১ রানে। দলের হয়ে তাসকিন করেন অপরাজিত ৩১ রান।

 

এআরআই/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ