• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রূপান্তরিত প্রেমিকাকে বাদ দিয়ে নতুন প্রেমে মজেছেন এমবাপ্পে

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ০৪:৪৭ পিএম

রূপান্তরিত প্রেমিকাকে বাদ দিয়ে নতুন প্রেমে মজেছেন এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক

ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত মডেল ইনেস রাউয়ের সাথে কিলিয়ান এমবাপ্পের গভীর প্রেমের কথা শোনা গিয়েছিল কদিন আগেই। তবে সেই সম্পর্কের ইতি টেনেছেন এমবাপ্পে। খবর স্প্যানিশ ক্রীড়া ভিত্তিক সংবাদমাধ্যম মার্কার। নতুন খবর, রূপান্তরিত প্রেমিকাকে বাদ দিয়ে ফের প্রেমে মজেছেন এমবাপ্পে।

২৮ বছর বয়সী বেলজিয়ান মডেল স্টেফানি রোজ বার্ট্রামের সাথে ডেটিং করে বেড়াচ্ছেন তিনি।
মার্কার খবর অনুযায়ী, ইনেস রাউয়ের সাথে বিচ্ছেদ হয়েছে এমবাপ্পের। ইনস্টাগ্রামেও এখন আর রাউকে ফলো করছেন না ২৪ বছর বয়সী এই ফুটবলার। পরিবর্তে স্টেফানি রোজের সাথে ডেট করছেন ফরাসি তারকা। ডিজাইনার এলি মিজরাহির ইনস্টাগ্রামে আপলোড করা ছবিগুলির মাধ্যমে তাদের নতুন সম্পর্কের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সদ্য সমাপ্ত বিশ্বকাপে কাতারে ছিলেন এই বেলজিয়ান মডেল। দিয়েছেন ফ্রান্সকে সমর্থন। মূলত এমবাপ্পেকে সমর্থন দিতেই তিনি কাতারে গিয়েছিলেন। সেই সাথে এমবাপ্পেকে বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ধারণা করা হচ্ছে তারা এখন দম্পতি।

উল্লেখ্য, অতীতেও একজন পিএসজি খেলোয়াড়ের বান্ধবী হওয়ার অভিজ্ঞতা রয়েছে স্টেফানি রোজের। এর আগে প্যারিসে থাকাকালীন গ্রেগরি ভ্যান ডার উইলের সাথে বিভিন্ন সময় ডেটিংয়ে দেখা গেছে এই মডেলকে।

এসব বিষয়ে যদিও এখনও কিছুই নিশ্চিত করেনি এমবাপ্পে। কাতার বিশ্বকাপের ফাইনালে হারের পর বর্তমানে পিএসজির অনুশীলন ক্যাম্পে রয়েছেন তিনি।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ