• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

মার্টিনেজের বিরুদ্ধে অভিযোগ জানালো ফ্রান্স

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ০৩:৪০ পিএম

মার্টিনেজের বিরুদ্ধে অভিযোগ জানালো ফ্রান্স

ক্রীড়া ডেস্ক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের মতো ‘যেন শেষ হইয়াও হইলো না শেষ’। ফুটবল বিশ্বকাপ শেষ হয়ে গেলেও বৈশ্বিক এ টুর্নামেন্টটি ঘিরে উত্তাপ যেন কমছেই না। বিশ্বকাপ জয়ের পর ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবার তার বিরুদ্ধে অভিযোগ জানালো ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশন।

গেল রোববার (১৮ ডিসেম্বর) লুসাইলে বিশ্বকাপ ট্রফির তিন যুগের আক্ষেপ ঘুচিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফ্রান্সকে ট্রাইব্রেকারে হারায় আলবিসেলেস্তেরা। আর তারপরই ড্রেসিংরুমে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে ট্রল করেছিলেন ফাইনালের নায়ক মার্টিনেজ। গানে গানে উৎসবে মেতে থাকা দলকে হুট করে থামিয়ে তিনি এমবাপ্পের জন্য এক মিনিটের নিরবতা পালনের কথা বলে ফরাসি তারকাকে খোঁচা দেন। এরপর আর্জেন্টিনায় ছাদখোলা বাসেও এমবাপ্পের ‘পুতুল’ নিয়ে উদ্‌যাপন করছিলেন আকাশী-সাদাদের এই গোলরক্ষক।

এমবাপ্পেকে নিয়ে মার্টিনেজের এমন আচরণকে বাড়াবাড়ি বলছেন ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নোয়েল লে গ্রায়েত। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ দায়ের করে গ্রায়েত বলেন, আমার কাছে এই আচরণ অস্বাভাবিক মনে হয়েছে। আমি বুঝতেই পারছি না। এটা খুবই বাড়াবাড়ি হয়েছে। এমবাপ্পের অভিযোগ সঠিক।

কাতার বিশ্বকাপের ফাইনালের আগে থেকেই এমবাপ্পে ও মার্টিনেজের মধ্যে কথার লড়াই চলছিল। এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেছিলেন, লাতিন ফুটবলের চেয়ে ইউরোপ এগিয়ে আছে। তার উত্তরে মার্টিনেজ বলেছিলেন, এমবাপ্পে ফুটবলটাই বোঝে না।

এদিকে, ফরাসি ক্রীড়ামন্ত্রী অ্যামিলি অউদিয়া কাসটেরাও আর্জেন্টাইন গোলরক্ষকের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আর্জেন্টিনার ক্রীড়ামন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে তিনি কথা বলবেন বলেও জানিয়েছেন। তিনি বলেন, আর্জেন্টিনার ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আমি এই ব্যাপারে কথা বলতে পারি। এটা অত্যন্ত দুঃখজনক।

অন্যদিকে, ফ্রান্সের হয়ে ২০১৮ সালে বিশ্বকাপ জেতা আদিল রামি মার্টিনেজকে উল্লেখ করেছেন ঘৃণিত ব্যক্তি হিসেবে। নিজের ইস্টগ্রাম স্টোরিতে এমিলিয়ানো মার্টিনেজের একটি ছবি পোস্ট করে রামি লেখেন, ‘ ফুটবলের সবচেয়ে বড় ঘৃণিত ব্যক্তি।’

কাতার বিশ্বকাপে মার্টিনেজের গোলকিপিং নৈপুণ্যে নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে জয় পায় আর্জেন্টিনা। তাছাড়া শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ মিনিটে তার সেভে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। সবকিছু বিবেচনায় আসরে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়ে গোল্ডেন গ্লাভ জেতেন মার্টিনেজ। তবে বিশ্বকাপজয়ের পর নিজের বিতর্কিত কর্মকাণ্ডে প্রশংসিত হওয়ার চেয়ে সমালোচিত হচ্ছেন বেশি। 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ