• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

দিনের শুরুতেই ভারতকে জোড়া আঘাত

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ০৪:৫৯ পিএম

দিনের শুরুতেই ভারতকে জোড়া আঘাত

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

শুক্রবার (২৩ ডিসেম্বর) ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন সকালের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। তাইজুলের জোড়া আঘাতে ম্যাচে ফেরার ইঙ্গিত মিলছে। দ্বিতীয় দিনের শুরুতেই অধিনায়ক কেএল রাহুলকে এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে ফেরান তাইজুল ইসলাম। প্রথম আম্পায়ার নট আউট দিলেও রিভিউ নিয়ে তাতে সফল হয় বাংলাদেশ। এর পরের ওভারেই ভারতের আরেক ওপেনারকে একইভাবে আউট করেন তাইজুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২ উইকেটে ৬৭ রান।

চট্টগ্রাম টেস্টে হারার পর সিরিজের দ্বিতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে প্রথম দিনে বিনা উইকেটে ১৯ রান নিয়ে দিন শেষ করে সফরকারীরা। তবে দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট তুলে নেন তাইজুল। ভারতের অধিনায়ক রাহুল ব্যক্তিগত ১০ রান করে তাইজুলের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এক ওভার পরেই আবারও তাইজুলের আঘাত। ভারতের সুবহাম গিলকেও ব্যক্তিগত ২০ রানে এলবিডব্লিউ করেন তাইজুল। তবে এবার আর রিভিউ নিতে হয়নি টাইগার অধিনায়কের। প্রথমবারের আবেদনেই আউট দিয়ে দেন আম্পায়ার।

এদিকে বাংলাদেশের ইনিংসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন দীর্ঘদিন পর টেস্টে সুযোগ পাওয়া মুমিনুল হক। তার ৮৪ রানের উপর ভর করেই বাংলাদেশ প্রথম ইনিংসে পুঁজি পায় ২২৭ রানের।

 

এনএমএম/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ