• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিশ্বকাপজয়ী লিওনেল মেসি ক্যারিয়ারে কয়টি ট্রফি জিতেছেন?

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ১২:৩০ এএম

বিশ্বকাপজয়ী লিওনেল মেসি ক্যারিয়ারে কয়টি ট্রফি জিতেছেন?

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার তিনি। অনেকের চোখে ইতিহাসের সেরাদের সেরা মেসি। ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করা মেসিকে তৈরি করে বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়া।

মাত্র ১৭ বছর তিন মাস ২২ দিনে বার্সেলোনা মূল দলে অভিষেক হয় তার। ২০০৪ সালের ১৬ অক্টোবর এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় ক্যারিয়ার শুরু করেন এই তারকা। বর্তমানে পিএসজির ফরোয়ার্ড হিসেবে খেলা মেসি তার ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে প্রথম শিরোপা জিতেন ২০০৪-০৫ মৌসুমে।

সে সময় কাতালান ক্লাবটির ম্যানেজার ছিলেন ফ্রাঙ্ক রাইকার্ড। ২০০৫-০৬ মৌসুমে মেসি বার্সেলোনার হয়ে প্যারিসে আর্সেনালকে হারিয়ে জিতেন তার প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।


তবে শিরোপা নির্ধারণী ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। শেষ ষোলতে চেলসির বিপক্ষে খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ে চোট মাঠ ছাড়েন এই তারকা। ইনজুরি মেসিকে এতোটাই হতাশ করে যে জয়ের পর সতীর্থদের সঙ্গে শিরোপা উদযাপন করতেও মাঠে আসেননি তিনি। পরে অবশ্য এর জন্য অনুশোচনা করতে হয়েছে মেসিকে।

মেসি ২০০৯ সালে বার্সেলোনার হয়ে সেক্সটুপল জিতেছিলেন। সেবার কাতালান ক্লাবটি সেই বছরের সবগুলো টুর্নামেন্টে অংশ নিয়ে জিতে নেয় সবগুলো ট্রফি। এছাড়াও ২০১৫ সালে মেসির আরও একবার সেক্সটুপল জেতার সুযোগ ছিলো। কিন্তু সুপার কোপা ডি এস্পানায় অ্যাথলেটিক বিলবাওর কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় মেসিদের। মেসি তার ক্যারিয়ারে দুইবার ট্রেবলসহ (২০০৮-০৯ এবং ২০১৪-১৫) একবার সেক্সটুপল (২০০৯) জিতেছেন।

বার্সেলোনার হয়ে মেসি তার ক্যারিয়ারে শেষ শিরোপা জিতেন ২০২১ সালের ১৭ এপ্রিল। কোপা দেল রেতে বাস্ক-ক্লাবকে ৪-০তে হারায় বার্সা যেখানে মেসি পান জোড়া গোল। এছাড়াও লিগ ওয়ানের চলমান মৌসুমে জিতে নিয়েছেন নিজের প্রথম শিরোপা।

তবে লিওনেল মেসির শোকেস ভর্তি অসংখ্য ট্রফি থাকলেও ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটিই ছিল না তার শোকেসে। অবশেষে সেটিও তিনি অর্জন করলেন। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের ট্রফিটি মেসির ট্রফির কেবিনেটে শোভা বৃদ্ধি করলো। গত রোববার (১৮ ডিসেম্বর) লুইসাইল স্টেডিয়ামে ফাইনালে ফ্রান্সের সঙ্গে নির্ধারিত ও ইনজুরি টাইম ম্যাচ ৩-৩ গোলে সমতা থাকায় টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুটআউটে এমিলিয়ানো মার্টিনেজ বীরত্বে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। সেই সঙ্গে মেসিও তার ক্যারিয়ারের অপূর্ণতাকে পূর্ণ রূপ দেন।

এক নজরে মেসির ক্যারিয়ারের শিরোপা সমূহ
ফুটবল বিশ্বকাপ- ১টি।
কোপা আমেরিকা- ১টি।
কনমেবল উয়েফা কাপ চ্যাম্পিয়ন- ১টি।
অলিম্পিক গোল্ড মেডেল- ১টি।
লা লিগা শিরোপা- ১০টি।
কোপা দেল রে- ৭টি।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ- ৪টি।
ফিফা ক্লাব বিশ্বকাপ- ৩টি।
লিগ ওয়ান- ১টি।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ