• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এমি মার্টিনেজ একাদশে নেই, ক্ষোভ আর্জেন্টিনা ও ফ্রান্স সমর্থকদের

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২, ০৭:০৪ পিএম

এমি মার্টিনেজ একাদশে নেই, ক্ষোভ আর্জেন্টিনা ও ফ্রান্স সমর্থকদের

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনা বিশ্বকাপের শিরোপাটা ৩৬ বছর পর ঘরে নিয়েছে। লিওনেল মেসির অবিস্মরণীয় পারফরম্যান্স শিরোপা জয়ে আলবিসেলেস্তেদের ইতিহাস গড়ায় প্রধান ভূমিকা রাখলেও গোলরক্ষক এমি মার্টিনেজ, মিডফিল্ডার রদ্রিগো ডি পল, ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজরাও রেখেছেন বড় অবদান। এমি মার্টিনেজ তো হয়েছেন বিশ্বকাপের সেরা গোলরক্ষক। তারপরও তাদের জায়গা মেলেনি বিখ্যাত ফরাসি সংবাদমাধ্যম লেকিপের সেরা একাদশে, যা নিয়ে ক্ষোভ আর্জেন্টাইনদের।

বিশ্বকাপের সেরা একাদশ বাছাই করেছে বিখ্যাত ফরাসি সংবাদমাধ্যম লেকুইপে। একাদশে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল থেকে জায়গা পেয়েছেন তিন ফুটবলার। তারা হলেন- ফুলব্যাক মার্কাস অ্যাকুনা, মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ও লিওনেল মেসি। তবে সুযোগ পাননি বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। জায়গা হয়নি ৪ গোল করা হুলিয়ান আলভারেজেরও, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।

এমিকে একাদশে না রাখায় এক আর্জেন্টাইন সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‍‍‘এমি মার্তিনেজকে ছাড়া এই একাদশ নোংরা।‍‍’

বিস্ময়ের ব্যাপার হলো বিশ্বকাপের সেরা ফুটবলার লিওনেল মেসি লেকুইপের একাদশে সর্বোচ্চ রেটিং পাওয়া খেলোয়াড় নন। ৬.৭১ রেটিং নিয়ে মেসি দ্বিতীয় সর্বোচ্চ রেটিং পাওয়া খেলোয়াড়। সংবাদমাধ্যমটির বিবেচনায় সর্বোচ্চ রেটিং ৭ দশমিক ১৭। এটিও ক্ষোভ তৈরি করেছে আলবিসেলেস্তে সমর্থকদের মনে।

মেসির কম রেটিং নিয়ে আরেক সমর্থক লিখেছেন, ‍‍‘এটা কি ফরাসি কোনো কৌতুক নাকি?‍‍’

লেকুইপের একাদশে তিনজন করে জায়গা পেয়েছেন দুই সেমিফাইনালিস্ট মরক্কো ও ক্রোয়েশিয়া থেকে। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছে মরক্কোর রক্ষণভাগ। সেরা একাদশে তাই দুজন জায়গা পেয়েছে মরক্কো থেকে। অধিনায়ক রোমান সাইস ছাড়াও আছেন পিএসজিতে মেসি-এমবাপ্পের সতীর্থ আশরাফ হাকিমি। এ ছাড়া মাঝমাঠের সৈনিক সোফিয়ান আমরাবাত আছেন সেরা একাদশে।

এমি মার্টিনেজ সেরা গোলরক্ষক হলেও লেকুইপে তাদের একাদশের গোলরক্ষক হিসেবে বেছে নিয়েছে ক্রোয়েশিয়ার দমিনিক লিভাকভিচকে। এ ছাড়া জায়গা পেয়েছেন লুকা মদ্রিচ ও জাস্কো গাভার্দিওল।

দমিনিক লিভাকভিচ (ক্রোয়েশিয়া); আশরাফ হাকিমি (মরক্কো), রোমান সাইস (মরক্কো), জাস্কো গাভার্দিওল (ক্রোয়েশিয়া), মার্কাস অ্যাকুনা (আর্জেন্টিনা); এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা), সোফিয়ান আমরাবাত (মরক্কো), লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া); বুকায়ো সাকা (ইংল্যান্ড), লিওনেল মেসি (আর্জেন্টিনা) কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)। 

 

 

/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ